অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: দিনহাটার বাসিন্দার কাছে এনআরসি নোটিস আসতেই রাজ্য জুড়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এবার এনআরসির আঁচ এসে পড়ল পেট্রাপোল সীমান্তে।
শুক্রবার উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে একাধিক পোস্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা। যেগুলি বাসিন্দাদের মনে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। শুক্রবার সকালে স্থানীয়রা স্থানীয় দোকান বা দেওয়ালে বেশ কিছু পোস্টার দেখা যায়। সেখানে কেন্দ্রীয় সরকারের এনআরসি নীতির বিরোধিতা করে লেখা রয়েছে। পাশাপাশি দিনহাটার বাসিন্দার ন্যায় বিচারের পক্ষেও পড়েছে পোস্টার।
advertisement
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কল্যাণ বিশ্বাস বলেন, ”সকালে রাস্তায় বেরিয়ে এনআরসি নিয়ে বেশ কিছু পোস্টার দেখতে পাওয়া যায়। এই পোস্টারে আমাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমরা চাই যাতে এনআরসি লাগু না হয়।”
যদিও এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল বলেন, ”মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে তৃণমূল এটা করেছে। ওরা আতঙ্কিত, এনআরসি হলে ওদের ভোট ব্যাংক থাকবে না।’
রাজনীতির বিষয় উড়িয়ে দিয়ে বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ বলেন, এই পোস্টারের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে এই পোস্টার দিয়েছে।