কিন্তু অফিস টাইমে লম্বা লাইন পড়ে যেত এবং অনেকেই ভেসেল ধরতে পারতেন না। এই সমস্ত কিছু মাথায় রেখে নয়া ব্যবস্থার দিকে ঝুঁকতে চাইছে সকলে। ডায়মন্ড হারবার থেকে কুঁকড়াহাটির দিকে যেতে গেলে সকালের দিকে ফেরির পরিষেবা নিতে ভালো ভিড় হয়। কাউন্টারে দীর্ঘ লাইন পড়ে যায়। এবারে এই অ্যাপ চালু হয়ে গেলে যাত্রীরা আগে থেকেই টিকিট কেটে নিতে পারবেন। তারপর ফেরিঘাটে এসে মোবাইলে টিকিট দেখিয়ে ভেসেল ধরতে চলে যাবেন তাঁরা।
advertisement
আরও পড়ুন : দামোদরের উপর তৈরি হবে ৪ লেনের অত্যাধুনিক ‘শিল্প সেতু’, উপকৃত হবেন বর্ধমান-সহ একাধিক জেলার বাসিন্দা
তবে কাউন্টারে টিকিট বিক্রি বন্ধ হবে না। কারণ অনেকেই হয়তো অ্যাপ ব্যবহারে অভ্যস্ত নাও হতে পারেন। এ নিয়ে ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার জানিয়েছেন, নতুন এই ব্যবস্থায় সকলের উপকার হবে। ঘরে বসেই কাটা যাবে এই টিকিট। ফলে যাত্রীরা সাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন।