চন্দননগরের সঙ্গে পাল্লা দিয়ে বারুইপুরে হচ্ছে জগদ্ধাত্রী পুজো। দক্ষিণ ২৪ পরগনায় হাতে গোনা অন্যতম কয়েকটি জগদ্ধাত্রী পুজোর মধ্যে একটি বারুইপুর নতুন ভোর ওয়েলফেয়ার সোসাইটির জগদ্ধাত্রী পুজো। চতুর্থ’তম বর্ষে এবারে তাদের ভাবনা খিড়কি থেকে সিংহ দুয়ার। বারুইপুর রায় চৌধুরী পরিবারের রাজ মন্দিরের আদলে তৈরি মণ্ডপ মানুষের নজর কেড়েছে। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সনাতন রুদ্র পালের হাতে তৈরি মাতৃ প্রতিমা পূজিত হচ্ছে এই মণ্ডপে।
advertisement
চন্দননগরের আলোয় সেজে উঠেছে গোটা এলাকা। রাস্তার দুই ধারের আলো দিয়ে গেট তৈরি হয়েছে। বিভিন্ন ধরনের কার্টুন থেকে নানান ধরনের আলোকসজ্জায় সাজানো হয়েছে। যা দর্শনার্থীদের মন কাড়ছে। পুজোকে ঘিরে কয়েকদিন ভোগ বিতরণের পাশাপাশি নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। নবমীর দিন প্রচুর মানুষকে বসিয়ে মায়ের ভোগ খাওয়ানো হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায় ও অভিনেত্রী কৌশানী মুখার্জী। দেবীর বোধন শুরু হয়। সেই নিয়ম মতো করে হবে এই পুজো। জানালেন এক পুজো কমিটির সদস্য। এর পাশাপাশি তিনি আরও বলেন, ‘চন্দননগরকে টেক্কা দিতে আমরা কোন অংশেই পিছিয়ে নেই’।





