TRENDING:

Jagadhatri Puja: জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরের সঙ্গে পাল্লা দিচ্ছে বারুইপুর! দুর্দান্ত প্রতিমা ও আলোকসজ্জা, 'এই' মণ্ডপের দর্শন মুগ্ধ করবে আপনাকে

Last Updated:

Jagadhatri Puja 2025: চন্দননগরের সঙ্গে পাল্লা দিয়ে বারুইপুরে হচ্ছে জগদ্ধাত্রী পুজো। থিম ও আলোর দুর্দান্ত চমক। বারুইপুর নতুন ভোর ওয়েলফেয়ার সোসাইটির জগদ্ধাত্রী পুজোর এবারের থিম খিড়কি থেকে সিংহ দুয়ার। যেমন আলোকসজ্জা তেমন প্রতিমা। চোখ ফেরানো দায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা, সুমন সাহা: শারদীয়া ও শ্যামা পুজো শেষ হয়েছে এবার বাঙালি মেতেছে জগদ্ধাত্রী পুজোয়। জগদ্ধাত্রী পুজোর প্রভাব দক্ষিণ ২৪ পরগনা এলাকায় সেভাবে চোখে পড়ে না। জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর। কারণ চন্দননগরে জগদ্ধাত্রী পুজো হয় জমজমট করে৷ তবে চন্দননগরকে টেক্কা দিতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে তৈরি বারুইপুর।
advertisement

চন্দননগরের সঙ্গে পাল্লা দিয়ে বারুইপুরে হচ্ছে জগদ্ধাত্রী পুজো। দক্ষিণ ২৪ পরগনায় হাতে গোনা অন্যতম কয়েকটি জগদ্ধাত্রী পুজোর মধ্যে একটি বারুইপুর নতুন ভোর ওয়েলফেয়ার সোসাইটির জগদ্ধাত্রী পুজো। চতুর্থ’তম বর্ষে এবারে তাদের ভাবনা খিড়কি থেকে সিংহ দুয়ার। বারুইপুর রায় চৌধুরী পরিবারের রাজ মন্দিরের আদলে তৈরি মণ্ডপ মানুষের নজর কেড়েছে। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সনাতন রুদ্র পালের হাতে তৈরি মাতৃ প্রতিমা পূজিত হচ্ছে এই মণ্ডপে।

advertisement

আরও পড়ুনঃ সাড়ম্বরে উদযাপিত হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো, অঞ্জলি দিচ্ছেন রানী মা, ভক্তের ঢল, বাড়ি বসে দেবীর দর্শন করুণ আপনিও

চন্দননগরের আলোয় সেজে উঠেছে গোটা এলাকা। রাস্তার দুই ধারের আলো দিয়ে গেট তৈরি হয়েছে। বিভিন্ন ধরনের কার্টুন থেকে নানান ধরনের আলোকসজ্জায় সাজানো হয়েছে। যা দর্শনার্থীদের মন কাড়ছে। পুজোকে ঘিরে কয়েকদিন ভোগ বিতরণের পাশাপাশি নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। নবমীর দিন প্রচুর মানুষকে বসিয়ে মায়ের ভোগ খাওয়ানো হয়।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
প্রথমে টিউশন, তারপর ইউটিউব, আর এখন...সাড়া ফেলে দিয়েছেন দাঁতনের যুবক! রোজগার এখন লাখে...
আরও দেখুন

এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন  অভিনেতা আবীর চট্টোপাধ্যায় ও অভিনেত্রী কৌশানী মুখার্জী। দেবীর বোধন শুরু হয়। সেই নিয়ম মতো করে হবে এই পুজো। জানালেন এক পুজো কমিটির সদস্য। এর পাশাপাশি তিনি আরও বলেন, ‘চন্দননগরকে টেক্কা দিতে আমরা কোন অংশেই পিছিয়ে নেই’।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagadhatri Puja: জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরের সঙ্গে পাল্লা দিচ্ছে বারুইপুর! দুর্দান্ত প্রতিমা ও আলোকসজ্জা, 'এই' মণ্ডপের দর্শন মুগ্ধ করবে আপনাকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল