দলের গোষ্ঠীকোন্দলে দীর্ঘদিন ধরেই জর্জরিত তৃনমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সংগঠন। দলীয় পর্যালোচনায় গত বিধানসভা নির্বাচনে ওই সাংগঠনিক জেলার ৬ টি আসনের মধ্যে ৫ টি ও লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা আসন হাতছাড়া হওয়ার পিছনেও সেই গোষ্ঠীদ্বন্দের তত্বই উঠে এসেছে। কিন্তু তারপরেও থেমে নেই দলের কোন্দল।
advertisement
কয়েকমাস আগে দলের গোষ্ঠীকোন্দলে সোনামুখীতে খুন হন তৃণমূলের এক বুথ সভাপতি। সামনেই বিধানসভা নির্বাচন। সংগঠনের গোষ্ঠীদ্বন্দ মেটানো এই নির্বাচনের আগে সবথেকে বড় চ্যলেঞ্জ তৃনমূলের কাছে। এবার সেই লক্ষ্যেই খোদ জেলা সভাপতির গলায় শোনা গেল কড়া বার্তা। বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে দলের নেতাদের প্রতি তাঁর কড়া বার্তা, বিধানসভা নির্বাচন পর্যন্ত কোনও বিভাজন নয়, আমাদের একসঙ্গে, একমতে ও একপথে চলতে হবে।
তৃণমূলের জেলা সভাপতির এমন মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির দাবি তৃণমূলের ভাগের টাকা কর্মীরা পায় না। তাই কর্মীদের মধ্যে বিভাজন থাকার কথা নয়। কিন্তু ‘ভাগের টাকা’ নিয়ে নেতাদের দ্বন্দ প্রবল। যার জেরে খুনোখুনি পর্যন্ত হচ্ছে। আসলে তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গেছে বলে দাবি বিজেপির। ২৬-এর নির্বাচনেই সেই প্রমাণ হাতেনাতে পাবে তৃণমূল কংগ্রেস, দাবি বিজেপির৷