আরও পড়ুন- মর্মান্তিক রাসপূর্ণিমা! স্নান করতে নেমে আর উঠল না ৪ জন! কান্নায় আকুল পরিবার
আরও পড়ুন- ভুলেও ছোঁবেন না ফুলকপি, যদি থাকে ‘এই’ রোগ! আপনিও কি সেই দলে? বিপদ ডাকছেন না তো?
মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ধুলিয়ানে দু’টি উট নিয়ে এসেছেন এক ব্যক্তি। গ্রামে গ্রামে ঘুরে শিশুদের উটের পিঠে চাপিয়ে বিনোদন দিচ্ছেন তিনি। গ্রামীণ এলাকার মানুষ সাধারণত উট দেখতে পাননা। যেতে পারেন না কোনো চিড়িয়াখানা কিংবা মরুভূমিও। এরই মাঝে হঠাৎ গ্রামে বাড়ির দরজায় উটের দেখা। স্বাভাবিক কারণেই শিশুরা তো বটেই মরুভূমির উট দেখতে পেয়ে দেখতে ভির করছেন বড়রাও। সামসেরগঞ্জের ধুলিয়ান ফিল্ড সহ বিভিন্ন প্রান্তে উট ঘুরে বেড়াচ্ছে। উট আসতেই ভিড়ে ঠেলাঠেলি আমজনতার। অনেকেই বলছেন দুধের স্বাদ ঘোলে মেটানো। মরুভূমি কিংবা চিড়িয়াখানা গিয়ে নয়, বাড়ির দরজায় উটের দেখা পেয়ে খুশি সাধারণ মানুষ। খুশি শিশু, মহিলারাও।
advertisement
মরুযান অনেকের কাছে স্বপ্নের অধরা জন্তু হিসাবেই এতদিন ছিল। এরই মাঝে হঠাৎ গ্রামে বাড়ির দরজায় উটের দেখা। স্বাভাবিক কারণেই শিশুরা তো বটেই মরুভূমির উট দেখতে ভিড় করছেন বড়রাও। সামান্য টাকার বিনিময়ে উটের পিঠে চড়ে মজা নিচ্ছে শিশুরাও। মরুভূমি কিংবা চিড়িয়াখানা গিয়ে নয়, বাড়ির দরজায় উটের দেখা পেয়ে খুশি মহিলা থেকে শিশু, ছেলে, বুড়ো। পাড়া গাঁয়ে ঘুরে ঘুরে লোককে আনন্দ দেওয়ার সঙ্গে আয়ও হয় উট মালিকের। সেই যৎসামান্য আয়েই দুই উটের ভরণ পোষণের খরচ সহ সংসারের পেট চালায় উট মালিক।
কৌশিক অধিকারী