তিনি জানান প্রথম ধাপে প্রায় ৬ হাজার মানুষ বাড়ি পেয়েছিলেেন। এবার দ্বিতীয় ধাপে গোয়ালপোখর ১ নম্বর ব্লকের প্রায় ১৮ হাজার মানুষ বাংলার বাড়ি পেতে চলেছেন। আগামী ২৮ তারিখে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে উপভোক্তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে।
advertisement
এছাড়াও তিনি আরও বলেন, বাংলা বাড়ির প্রকল্পের ওপর বিশেষভাবে নজরদারি চালানো হচ্ছে। সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকেও নজর রয়েছে প্রশাসনের। পাশাপাশি কিস্তির টাকা পেতে যাতে উপভোক্তাদের সমস্যা না হয়, সেই বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: বাঘাযতীনের নাতি থেকে সূর্যসেনের নাতনি, প্রজাতন্ত্র দিবসে দিলেন বড় বার্তা! মনে করালেন ‘আসল কর্তব্য’
এই খবরের পর খুব স্বাভাবিকভাবেই খুশির হাওয়া এলাকায়। বছরের প্রথম মাসেই নতুন ঘর পাওয়ার খবরে উপভোক্তারা দারুণ উচ্ছ্বসিত। প্রকল্পের বাস্তবারনের ফলে কয়েক হাজার পরিবার উপকৃত হবে। বহু মানুষ এই প্রকল্পের ফলে স্থায়ী ঘর পাবেন। যা তাঁদের জীবনযুদ্ধকে অনেকটা সহজ করে দেবে।
