পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মুস্তাকিন তাঁর মোটরবাইকে চড়ে নিউটাউনের দিক থেকে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা অন্য একটি দ্রুতগতির মোটর বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনার পর রাস্তার উপরেই ছিটকে পড়ে মুস্তাকিন। তখনই পিছন দিক থেকে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পোলেরহাট থানার পুলিশ ও ভাঙড় ট্র্যাফিক গার্ডের পুলিশ। তাঁরা মৃতদেহ তুলতে গেলে স্থানীয় লোকজন বাধা দেয়।
advertisement
আরও পড়ুন: রোজগারের নতুন দিশা! পুকুর থাকলেই মিলছে বিনামূল্যে মাছ! দুর্দান্ত পদক্ষেপ প্রশাসনের
দীর্ঘদিন ধরে দক্ষিণ ২৪ পরগনার পোলেরহাট পাকাপোল রাস্তার অত্যন্ত খারাপ থাকায় অতিষ্ট মানুষ। বেহাল রাস্তার কারণে দুর্ঘটনায় মানুষের মৃত্যু হচ্ছে, এই অভিযোগ তুলে স্থানীয় লোকজন বিক্ষোভ দেখাতে থাকে। পরে পুলিশ তাদের বুঝিয়ে মৃতদেহ অ্যাম্বুল্যান্সে করে জিরেনগাছা ব্লক হাসপাতালে নিয়ে যায়। জখম দুই বাইক আরোহীকে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আরও পড়ুন: রোজগারের নতুন দিশা! পুকুর থাকলেই মিলছে বিনামূল্যে মাছ! দুর্দান্ত পদক্ষেপ প্রশাসনের
স্থানীয় বাসিন্দা হাসিম আলী মোল্লা জানিয়েছেন, খারাপ রাস্তা আর রাস্তায় আলো না থাকার কারণে এই রাস্তা দিয়ে যাতায়াত করা একেবারেই দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের উচিত রাস্তার দিকে নজর দেওয়া।