এই ঐতিহ্যবাহী হেরিটেজ গ্রামে পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ যোগ করতে নতুন বছরের প্রাক্কালে শুরু হয়েছে ধান্যকুড়িয়া উৎসব। শীতের মরশুমে পর্যটনকে আরও প্রাণবন্ত করে তুলতেই এই উৎসবের আয়োজন। ধান্যকুড়িয়া গ্রাম শুধু স্থাপত্য নয়, তার কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের জন্যও আলাদা পরিচিতি বহন করে—যা এই উৎসবের মাধ্যমে নতুন করে তুলে ধরা হচ্ছে।
advertisement
উত্তর ২৪ পরগনার ধান্যকুড়িয়া হাই স্কুল মাঠে আয়োজিত এই উৎসবে গ্রামবাংলার সংস্কৃতি, লোকশিল্প, সংগীত ও ঐতিহ্যকে এক মঞ্চে এনে পর্যটকদের সামনে উপস্থাপন করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন রাজ্য এমনকি বিদেশ থেকেও আগত পর্যটকরা এই উৎসবে অংশ নিয়ে ধান্যকুড়িয়ার ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ধান্যকুড়িয়ার জমিদার গায়েন পরিবারের ঐতিহ্যবাহী স্থাপত্য ও ঐতিহাসিক গুরুত্ব ইতিমধ্যেই হেরিটেজের মর্যাদা পেয়েছে। সেই ঐতিহ্যের আবহেই এই উৎসব পর্যটক ও হেরিটেজপ্রেমী মানুষের কাছে আলাদা এক বিনোদন ও সাংস্কৃতিক অভিজ্ঞতা উপহার দিচ্ছে। শীতের মরশুমে বসিরহাটের পর্যটনকে আরও সমৃদ্ধ করতে ধান্যকুড়িয়া উৎসব যে বিশেষ ভূমিকা নিচ্ছে, তা বলাই বাহুল্য।





