হিঙ্গলগঞ্জ ব্লকের রায়মঙ্গল নদীর ফেরিঘাটের বেহাল অবস্থা আজ সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রী সবাইকে চরম দুর্ভোগে ফেলেছে। যে কোনও মুহূর্তে জেটিঘাটের থাম বসে গিয়ে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। সুন্দরবনের প্রান্তিক অঞ্চলের মানুষের কাছে এই ফেরিঘাটই একমাত্র ভরসা। প্রতিদিন হাজার হাজার মানুষ এই ঘাট দিয়ে যাতায়াত করেন। একদিকে নেবুখালি বাসস্ট্যান্ড, অন্যদিকে ভাণ্ডারখালি ও সাহেবখালি সকল এলাকার মানুষ, বিশেষত ছাত্রছাত্রীদের কলেজ, হাই স্কুল এবং সরকারি দফতরে পৌঁছতে জীবনের ঝুঁকি নিয়েই পারাপার করতে হচ্ছে।
advertisement
আরও পড়ুন: বড়বাজারের পর হুগলিতে ফের ভয়ঙ্কর পরিণতি শ্রমিকের! এবার নির্মীয়মান আবাসন থেকে পড়ে প্রাণ গেল মহিলার
স্থানীয়দের অভিযোগ, বহুবার বিভিন্ন দফতরে ঘাট সংস্কারের দাবি জানানো হলেও আজও কোনও সমাধান মেলেনি। বৃষ্টির দিনে জল ঢুকে ঘাট আরও বিপজ্জনক হয়ে ওঠে। নৌকা ধরতে গেলে ঘাটের কাঠের প্লাটফর্ম কাঁপতে থাকে। যেকোনও মুহূর্তে তলিয়ে যেতে পারে যাত্রী-সহ পুরো কাঠামো এই আতঙ্কে দিন কাটছে নিত্যযাত্রীদের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জলপথই সুন্দরবনের মানুষের একমাত্র যাতায়াতের ভরসা। সেই পথই যদি বিপদজনক হয়, তাহলে বিকল্প কোথায় এ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন স্থানীয়রা। তাঁদের দাবি, অবিলম্বে ফেরিঘাট সংস্কার করা না হলে বড়সড় প্রাণহানির আশঙ্কা রয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে নিত্যযাত্রীদের বক্তব্য, “কতবার বলেছি, কতবার লিখেছি! তবু কোনও সুরাহা নেই। দুর্ঘটনা হলে দায় নেবে কে!” এখন নজর প্রশাসনের দিকে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের যাতায়াত বন্ধ হবে কবে!





