গত মাসেই মিনাখা থানা এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে। বাড়িতে একাই ঘুমোচ্ছিলেন তিনি। সেই সময় তাঁর স্বামী কর্মসূত্রে বাইরে ছিলেন। অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগে বাড়ির দরজা ভেঙে রাত দুটো নাগাদ বাড়িতে ঢোকে অভিযুক্ত। এই ধর্ষণের কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় ধর্ষণকারীরা। এই ঘটনার পর অভিযুক্ত বাবুসোনা মিরকে এলাকার বাসিন্দারা ধরে পুলিশের হাতে তুলে দেয় । অভিযুক্ত মহিলার দাবি, রবিউল বৈদ্য নামে এক ব্যক্তি বাড়ির ভিতরে ঢুকে তাঁকে ধর্ষণ করে।
advertisement
এপ্রিল মাসেই এক তরুণীকে জোর করে তুলে নিয়ে গিয়ে নির্মীয়মান হাসপাতালে ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করে পলাশিপাড়া থানার পুলিশ। জানা গিয়েছে, গত সোমবার সন্ধ্যায় পলাশিপাড়া থানার বার্নিয়া এলাকার বাসিন্দা ওই তরুণী বাজারে গিয়েছিল কেনাকাটার জন্য। এর পর রাহুল নামে এলাকারই এক যুবক ওই যুবতীকে ফোন করে ওই এলাকার একটি নির্মীয়মাণ হাসপাতালের কাছে দেখা করতে বলে। তরুণী সেখানে গেলে রাহুল-সহ আরও তিন যুবক তাঁকে জোর করে হাসপাতালের ভিতরে নিয়ে যায়। সেখানে রাহুল তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। তরুণী ভয়ে প্রথমে বাড়িতে কিছু না বললেও পরবর্তীতে অত্যাধিক রক্তক্ষরণের কারণে বাড়ির লোকজনকে বিষয়টি জানায়।
অনিরুদ্ধ কির্তনীয়া
