বাদুরিয়ার চন্ডিপুর পঞ্চায়েত থেকে জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট দেওয়ার জন্য নেওয়া হচ্ছে ৫০০ থেকে শুরু করে তার অধিক টাকা। যা একেবারেই বেআইনি। চন্ডিপুর পঞ্চায়েতের উমাপতিপুরের এক বাসিন্দা হাবিল মন্ডল তার ছেলের জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করেন পঞ্চায়েতে। তখনই পঞ্চায়েত থেকে তাকে ৫০০ টাকা দেওয়ার কথা বলা হয়।
advertisement
পঞ্চায়ের কথা মতো হাবিল ৫০০ টাকা দেন। সেই টাকার রশিদও পঞ্চায়েত থেকে দেওয়া হয়। সেখানে স্পষ্টভাবে লেখা আছে, জন্ম সার্টিফিকেটের জন্য অনুদান স্বরূপ ৫০০ টাকা পঞ্চায়েতে দেওয়া হয়েছে। রশিদের সিরিয়াল নম্বর ২৬৬। ওই রশিদে আদায়কারীর সইও করা আছে।
টাকা নিয়ে দেওয়া হচ্ছে রশিদ
হাবিল মন্ডল ও এলাকার মানুষের অভিযোগ, চন্ডিপুর পঞ্চায়েতে এইরকম দুর্নীতি বহু দিন ধরেই হচ্ছে। জন্ম সার্টিফিকেট নিতে গেলে ৫০০ থেকে শুরু করে তার বেশি টাকা নেওয়া হচ্ছে। এই পঞ্চায়েতে টাকা দিলেই জন্ম সার্টিফিকেট পেয়ে যাবে যে কেউ। বাংলাদেশি থেকে কেউ এসেও যদি এখানে টাকা দেয় তাহলে সেই বাংলাদেশি নাগরিকও জন্ম সার্টিফিকেট পেয়ে যাবে টাকার বিনিময়ে।
যদিও এই বিষয়ে পঞ্চায়েতের প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলবেন না জানিয়ে দেন। স্থানীয় ব্লক অফিসারের সঙ্গেও যোগাযোগের বহু চেষ্টা করা হয়। কিন্তু যোগাযোগ করা যায়নি।
এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি কুহেলিকা পারবেন বলেন, ‘এই বিষয়টা আমি জানিনা। এই প্রথম শুনলাম। খোঁজ নিয়ে দেখব। যদি এরকম কিছু ঘটে তাহলে অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।