উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার সিংহের আটি এলাকায় এমন ঘটনাটি ঘটে। ঘটনায় আক্রান্ত হন মনোয়ারা বিবি নামে এক মহিলা। অভিযোগ জমি সংক্রান্ত বিবাদে গাছ কাটাকে কেন্দ্র করে অভিযুক্তরা তাকে একা পেয়ে বেধড়ক মারধর ও গালিগালাজ করেন, বাঁশ ও ধারালো অস্ত্র দিয়ে তার উপর চড়াও হয়, বাঁশের আঘাতে তার ডান হাতে গুরুতর আঘাত লাগে।
advertisement
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে নিয়ে আসেন উত্তর ২৪ পরগনার বিশ্বনাথপুর গ্ৰামীণ হাসপাতালে, সেখানে ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বারাসত জেলা হাসপাতালে রেফার করেন চিকিৎসক।দেগঙ্গা থানায় তিনজন অভিযুক্তের নামে লিখিত অভিযোগ দায়ের। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আক্রান্ত মহিলা মনোয়ারা বিবি দাবি করেছেন, গাছের ডাল কাটার পর অভিযুক্তরা তাদের জায়গায় সেই সকল গাছের ডাল রাখেন। বিষয়টি তখনই মানা করা হয় এবং মানা করার পর তারা বলেন সেখানেই গাছের ডাল রাখবেন। শুরু হয় তর্ক বিতর্ক। আর তারপরেই তাকে একা পেয়ে মারধর থেকে শুরু করে গালিগালাজ করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় অভিযোগ দায়ের হতেই পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। অন্যদিকে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য রয়েছে।
