স্থানীয় লোকজন সূত্রে খবর, ওই মহিলা এলাকার একটি বাড়িতে এসে গেট খুলে ভেতরে ঢুকে পড়েন। ওই বাড়িতে একটি বাচ্চা আছে। অপরিচিত মহিলাকে বাড়ির ভিতরে ওইভাবে সটান ঢুকে পড়তে দেখে সামনের বাড়ির মহিলা চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে ওই বাড়ির সদস্যরা এসে মহিলাকে ধরে ফেলেন।
advertisement
এলাকার মানুষের অভিযোগ, অপরিচিত এই মহিলা এর আগেও ওই বাড়িতে দরজা খুলে ঢুকেছেন। শুরু তাই নয়, আশেপাশে বেশ কয়েকটি বাড়িতেও ঢুকেছেন। কিন্তু সেই সময়ে তাঁকে কেউ ধরতে পারেনি। আজ আবার এই বাড়িতে ঢোকার চেষ্টা করলে এলাকার মানুষ মহিলাকে ধরে ফেলেন। ক্ষিপ্ত এলাকাবাসীর আরও অভিযোগ, ওই মহিলা বাড়িতে বাচ্চা চুরি করতে এসেছিলেন। আর তা না হলে অন্য কোন অসৎ উদ্দেশ্যে ছিল তাঁর।
বসিরহাট থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে আটক হওয়া মহিলাকে উদ্ধার করে। তাঁকে পুলিশ গাড়িতে তুলে নিয়ে গ্রাম থেকে বেরোনোর সময় উত্তেজিত গ্রামবাসী গাড়ির পিছনে তাড়া করে।
