বিধায়ক চিকিৎসকের কীর্তি, 'স্বাস্থ্যের টর্চ' হাতে ঘটাচ্ছেন যেসব কাণ্ড, রীতিমতো অবাক প্রত্যন্ত এলাকার বাসিন্দারা

Last Updated:

স্বাস্থ্য-সেবার ‘সেবালয়’! বসিরহাটের প্রত্যন্ত গ্রামে নিঃশব্দ বিপ্লব। সীমান্তে আশার আলো, বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডঃ সপ্তর্ষি ব্যানার্জির উদ্যোগে ‘সেবালয়’ চিকিৎসা শিবিরে উপকৃত হাজারও মানুষ।

+
স্বাস্থ্য

স্বাস্থ্য শিবির

শাকচুড়া, বসিরহাট, জুলফিকার মোল্যা: স্বাস্থ্য-সেবার ‘সেবালয়’! বসিরহাটের প্রত্যন্ত গ্রামে নিঃশব্দ বিপ্লব। সীমান্তে আশার আলো, বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডঃ সপ্তর্ষি ব্যানার্জির উদ্যোগে ‘সেবালয়’ চিকিৎসা শিবিরে উপকৃত হাজারও মানুষ। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শাকচুড়া এলাকায় প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যের আলো পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক তথা চিকিৎসক ডঃ সপ্তর্ষি ব্যানার্জি। তাঁর নেতৃত্বে আয়োজিত ‘সেবালয়’ নামের এক বিশাল চিকিৎসা শিবিরে একদিনে চিকিৎসা পরিষেবা পেলেন প্রায় ১৫০০ থেকে ২০০০ জন মানুষ।
সীমান্ত সংলগ্ন বসিরহাটের শাকচুড়ার এই শিবিরে ছিলেন চক্ষু, হৃদরোগ, শিশু ও সুগার বিশেষজ্ঞ চিকিৎসকরা। শুধু চিকিৎসা নয়, বিনামূল্যে করা হয় ইসিজি-সহ একাধিক স্বাস্থ্য পরীক্ষা। বেশ কিছু রোগীর জন্য স্থানীয়ভাবে অপারেশনের ব্যবস্থাও নেওয়া হয়েছে।
advertisement
advertisement
এই মহতী উদ্যোগের অন্যতম পৃষ্ঠপোষক শাহানুর মন্ডল জানিয়েছেন, ভবিষ্যতে প্রত্যেকটি পঞ্চায়েত ও পৌরসভায় এই ধরনের শিবির করা হবে, যাতে সাধারণ মানুষ রাজনীতির ঊর্ধ্বে উঠে সঠিক ও বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেতে পারে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অত্যন্ত স্বল্পসময়ে এত বিশাল পরিসরে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া নিঃসন্দেহে একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ। চিকিৎসক বিধায়কের এই উদ্যোগ যেমন মানবিকতার পরিচয়, তেমনই রাজনীতি ও জনসেবার মেলবন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিধায়ক চিকিৎসকের কীর্তি, 'স্বাস্থ্যের টর্চ' হাতে ঘটাচ্ছেন যেসব কাণ্ড, রীতিমতো অবাক প্রত্যন্ত এলাকার বাসিন্দারা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement