এ দিন বিএসএফ জওয়ানদের কাছে গোপনসুত্রে খবর আসে যে বাংলাদেশ থেকে চোরাচালান করা সোনা একটি ট্রাকে করে সোনা পাচারের চলেছে। খবরের ভিত্তিতে বাড়ান হয় নজরদারি। কিছুক্ষণের মধ্যেই সন্দেহভাজন ট্রাকটি ঘোজাডাঙ্গা চেকপোস্টে আসে। তল্লাশি চালিয়ে ট্রাকের কেবিনে চতুরতার সঙ্গে লুকোনো একটি প্যাকেট উদ্ধার হয়, যার ভিতরেই পাওয়া যায় সোনার বিস্কুটগুলি। জওয়ানরা সঙ্গে সঙ্গে ট্রাকচালক ও তার সহযোগীকে আটক করে।
advertisement
মায়ের ছদ্মবেশে তিন বছর ধরে পেনশন তুলছিলেন ছেলে! গ্রেফতারের পর সামনে এল বিভীষিকাময় প্রতারণা
ধৃত দু’জন উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তারা জানায় , স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক ও চালক হিসেবে কাজ করে এবং এক অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে সোনা তুলে দিয়েছিল। চেকপোস্ট পার হওয়ার পর অন্য একজনের হাতে তা তুলে দেওয়ার কথা ছিল, যার বিনিময়ে কিছু অর্থ পাওয়ার চুক্তি ছিল। তবে সীমান্তে সতর্ক নজরদারির জালে পড়ে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়। জব্দকৃত সোনা, ট্রাক এবং দুই অভিযুক্তকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দফতরে হস্তান্তর করা হয়েছে।
