সোনার দোকানের সাটার, তালা, দেওয়াল ও লকার ভেঙে প্রায় ৪০ লক্ষ টাকার সোনা-রুপো ও নগদ অর্থ লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। দোকানের মালিক শিবনাথ পাল সকালে এসে দেখেন, দোকানের লোহার সিন্দুক ভাঙা। সিসিটিভি ক্যামেরাও ভাঙা এবং মুখ ঘোরানো অবস্থায় রয়েছে। পাশাপাশি দোকানের একাধিক সিসিটিভির হার্ডডিস্ক খুলে নেওয়া হয়েছে, কেটে দেওয়া হয়েছে ওয়াইফাই সংযোগ। দোকানের ভিতরে ব্যাপক তছনছের চিহ্ন দেখা যায়।
advertisement
দোকান সূত্রে জানা গিয়েছে, সিন্দুকে রাখা প্রায় ৮ কেজি রুপো, ২০ ভরি সোনা ও নগদ ৮০ হাজার টাকা উধাও হয়েছে। দোকানের বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় সোনার খালি বাক্স, যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাড়োয়া থানার পুলিশ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাজার এলাকার একাধিক দোকান ও রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পনা করেই এই ডাকাতি করা হয়েছে। দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের দাবিতে এলাকায় নিরাপত্তা জোরদার করার আবেদন জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।






