নিজে সরকারি চাকরি করা সত্ত্বেও অন্য হয়ে পরীক্ষা দিতে আসা, টাকার বিনিময়ে জাল নথি বানিয়ে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করার মতো গুরুতর অভিযোগ রয়েছে তাদের দিকে। সেইসব কাজে যুক্ত এই চক্রকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। চক্রের দুই পাণ্ডা সহ মোট ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রবিবার গোপন সূত্রে খবর আসে, গাইঘাটা এলাকায় একটি চক্র পরীক্ষার হলে জালিয়াতি করার চেষ্টা করছে। সেই খবর পেয়ে গাইঘাটা এলাকার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অভিযান চালায় গাইঘাটা থানার পুলিশ। অভিযান চালিয়ে, জালিয়াতি চক্রের দুই পান্ডা বিধান বিশ্বাস ও অপূর্ব লাল বিশ্বাস সহ ১৪ জনকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: এই ব্যবসা ‘লক্ষ্মীর ভান্ডার’, কম বিনিয়োগে প্রতিদিন মোটা লাভ! টেস্ট পেলে মানুষ সকাল-বিকাল ছুটে আসবে
পুলিশ সূত্রে খবর, বিধান বিশ্বাস রেলের গ্রুপ ডি তে চাকরি করে এবং অপূর্ব রাজ্যর সিভিল ডিফেন্সে চাকরি করে। ধৃতদের কাছ থেকে একাধিক ইলেকট্রনিক্স ডিভাইস এবং একটি চার চাকা গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।ধৃতদের এদিন আদালতে তোলা হয়। পুলিশ অভিযুক্তদের আরও তথ্য উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে।
