দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এই অঞ্চলে আধুনিক প্রযুক্তির ব্যবহার সীমিত। স্মার্টফোন বা ইন্টারনেট ব্যবহারের সুযোগ কম থাকায় পুলিশি পরিষেবার জন্য সাধারণ মানুষকে দূরদূরান্তে ছুটতে হত। সেই সমস্যার সমাধান হিসেবেই এই কিয়স্ককে সামনে আনল পুলিশ প্রশাসন।
advertisement
আগে বনগাঁ মহকুমায় পাঁচটি এমন পরিষেবা কেন্দ্র থাকলেও সীমান্তের প্রত্যন্ত অঞ্চলে এই প্রথম পুলিশ বন্ধু স্থাপিত হল। প্রশাসনের আশা, নতুন কিয়স্কের ফলে এলাকার মানুষ ঘরে বসেই অভিযোগ নথিভুক্ত করতে পারবেন, তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কে নিয়মিত জানতে পারবেন এবং জরুরি অবস্থায় দ্রুত সাহায্য চাইতে পারবেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই কিয়স্ক কার্যকর হলে সীমান্ত এলাকায় বেআইনি কার্যকলাপ রোধেও বড় ভূমিকা রাখতে পারে। কারণ, অভিযোগ জানানো সহজ হলে স্থানীয় জনগণ আরও বেশি করে সচেতন ভূমিকা পালন করবেন। এখন দেখার, সীমান্তবর্তী নাটাবেড়িয়া এলাকায় পুলিশের এই নতুন উদ্যোগ কতখানি সফল হয় এবং প্রশাসনের সঙ্গে মানুষের যোগাযোগের ব্যবস্থায় কতটা বদল আনতে পারে।





