প্রতারকেরা জানায়, ঘটনাটি এতটাই গুরুতর যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI বিষয়টি হাতে নিয়েছে এবং সুপ্রিম কোর্ট থেকে ইতিমধ্যেই ওয়ারেন্ট জারি হয়েছে। মানসিক চাপ এতটাই বৃদ্ধি পায় যে শারীরিক বিপদের আশঙ্কাও তৈরি হয় অসিত মজুমদার ও স্ত্রী দেবযানী মজুমদারের। দু’জনেই সমাজসেবামূলক কাজে সঙ্গে যুক্ত এবং বেড়াতে ভালবাসেন। আচমকা এমন ফোন পেয়ে ভয় পেয়ে যান। এভাবেই তদন্তের নামে ক্রমাগত ফোন করা হয় এবং নানা প্রলোভন দেখিয়ে টাকা হাতানোর মতলব ফাঁদে প্রতারকরা। লোকলজ্জা ও বিপদের কথা ভেবে প্রথমে বিষয়টি কাউকে না জানালেও, এর পরই ধীরে ধীরে সন্দেহ তৈরি হয় ভুক্তভোগীদের। অবশেষে নিজেদের এই বিপদের কথা পরিজনদের জানান তিনি। তাঁদের পরামর্শমতোই প্রতারকদের ফোন ধরা বন্ধ করেন। অবশেষে কিছুটা হলেও বিপদ থেকে মুক্তি পেয়েছেন তাঁরা। সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানান ।
advertisement
বড় ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে সতর্কতা ও সন্দেহবোধই শেষমেশ বাঁচিয়ে দিল এই দম্পতিকে । প্রতারকদের উদ্দেশ্য ছিল, ভয় দেখিয়ে অর্থ আদায় করা। কিন্তু সময়মতো প্রতারকদের ফোন না তোলার সিদ্ধান্ত নেওয়ায় শেষ পর্যন্ত কোনও আর্থিক ক্ষতি হয়নি অসিত মজুমদার, দেবযানি মজুমদারদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্তমানে এই ধরনের সাইবার প্রতারণা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষকে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার নাম করে ভয় দেখিয়ে প্রতারণা করার চেষ্টা করছে সাইবার অপরাধীরা। এ বিষয়ে সচেতনতা প্রচারও চালানো হচ্ছে সরকারের তরফে।
Rudra Narayan Roy