TRENDING:

North 24 Parganas News: বারাসাতবাসীর জন্য বড় উপহার! জঞ্জালমুক্ত হবে গোটা শহর, তৈরি হচ্ছে নতুন ডাম্পিং গ্রাউন্ড

Last Updated:

North 24 Parganas News: এতদিন বারাসাতে পৌর এলাকার বর্জ্য ফেলার নির্দিষ্ট কোনও জায়গা না থাকায় পৌর নাগরিকদের নানা সমস্যার মুখে পড়তে হতো। নতুন ডাম্পিং গ্রাউন্ড তৈরি হলে সেই সমস্যা কাটবে বলে আশাবাদী পৌরপ্রধান। শীঘ্রই জঞ্জালমুক্ত শহর পাওয়ার আশায় বারাসাতবাসীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়ঃ বারাসাত পৌরসভার নতুন পৌরপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পরেই শহরকে জঞ্জালমুক্ত করার লক্ষ্যে উদ্যোগী হলেন সুনীল মুখার্জী। শপথ গ্রহণের দিনই তিনি শহরের বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির প্রথম পদক্ষেপ হিসেবে এদিন তিনি বারাসাত পৌর এলাকার নতুন তৈরি হওয়া ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করলেন।
advertisement

বামুনমুড়ো এলাকায় কয়েক বিঘা জমির উপর তৈরি হতে চলা এই ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শনে এদিন উপস্থিত ছিলেন সুডার ডিরেক্টর জলি চৌধুরী সহ বিশেষ প্রতিনিধিদল। পৌরপ্রধান জানান, আগামী বছরের মার্চ মাসের মধ্যেই এই ডাম্পিং গ্রাউন্ডের কাজ শুরু হবে।

আরও পড়ুনঃ বাড়ি থেকে টেনে নিয়ে যাচ্ছিল হাঁস, মুরগি! বন দফতর খাঁচা পাততেই খেল খতম, ডিমডিমা চা বাগান থেকে ফের লেপার্ড উদ্ধার

advertisement

এই ডাম্পিং গ্রাউন্ড চালু হয়ে গেলে ২৪ ঘণ্টা বর্জ্য নিষ্পত্তির কাজ চলবে, ফলে জঞ্জালমুক্ত হবে পুরো বারাসাত শহর। সুনীল মুখার্জীর কথায়, ডাম্পিং গ্রাউন্ড চালু হলে শহর জুড়ে প্রায় ৮০টি গাড়ি নিয়মিতভাবে জঞ্জাল পরিষ্কারের কাজে লাগানো হবে। এর ফলে নাগরিকরা আগামী বছর থেকেই এর সুফল পাবেন।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আবাস যোজনার টাকা পেয়েও বাড়ি অসম্পূর্ণ! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি কাটোয়া পুরসভার
আরও দেখুন

এতদিন বারাসাতে পৌর এলাকার বর্জ্য ফেলার নির্দিষ্ট কোনও জায়গা না থাকায় পৌর নাগরিকদের নানা সমস্যার মুখে পড়তে হত। নতুন ডাম্পিং গ্রাউন্ড তৈরি হলে সেই সমস্যা কাটবে বলে আশাবাদী পৌরপ্রধান। খুব শীঘ্রই জঞ্জালমুক্ত শহর পাওয়ার অপেক্ষায় বারাসাতবাসীরা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বারাসাতবাসীর জন্য বড় উপহার! জঞ্জালমুক্ত হবে গোটা শহর, তৈরি হচ্ছে নতুন ডাম্পিং গ্রাউন্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল