North 24 Parganas News: এতদিন বারাসাতে পৌর এলাকার বর্জ্য ফেলার নির্দিষ্ট কোনও জায়গা না থাকায় পৌর নাগরিকদের নানা সমস্যার মুখে পড়তে হতো। নতুন ডাম্পিং গ্রাউন্ড তৈরি হলে সেই সমস্যা কাটবে বলে আশাবাদী পৌরপ্রধান। শীঘ্রই জঞ্জালমুক্ত শহর পাওয়ার আশায় বারাসাতবাসীরা।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়ঃ বারাসাত পৌরসভার নতুন পৌরপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পরেই শহরকে জঞ্জালমুক্ত করার লক্ষ্যে উদ্যোগী হলেন সুনীল মুখার্জী। শপথ গ্রহণের দিনই তিনি শহরের বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির প্রথম পদক্ষেপ হিসেবে এদিন তিনি বারাসাত পৌর এলাকার নতুন তৈরি হওয়া ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করলেন।
advertisement
বামুনমুড়ো এলাকায় কয়েক বিঘা জমির উপর তৈরি হতে চলা এই ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শনে এদিন উপস্থিত ছিলেন সুডার ডিরেক্টর জলি চৌধুরী সহ বিশেষ প্রতিনিধিদল। পৌরপ্রধান জানান, আগামী বছরের মার্চ মাসের মধ্যেই এই ডাম্পিং গ্রাউন্ডের কাজ শুরু হবে।
এই ডাম্পিং গ্রাউন্ড চালু হয়ে গেলে ২৪ ঘণ্টা বর্জ্য নিষ্পত্তির কাজ চলবে, ফলে জঞ্জালমুক্ত হবে পুরো বারাসাত শহর। সুনীল মুখার্জীর কথায়, ডাম্পিং গ্রাউন্ড চালু হলে শহর জুড়ে প্রায় ৮০টি গাড়ি নিয়মিতভাবে জঞ্জাল পরিষ্কারের কাজে লাগানো হবে। এর ফলে নাগরিকরা আগামী বছর থেকেই এর সুফল পাবেন।
এতদিন বারাসাতে পৌর এলাকার বর্জ্য ফেলার নির্দিষ্ট কোনও জায়গা না থাকায় পৌর নাগরিকদের নানা সমস্যার মুখে পড়তে হত। নতুন ডাম্পিং গ্রাউন্ড তৈরি হলে সেই সমস্যা কাটবে বলে আশাবাদী পৌরপ্রধান। খুব শীঘ্রই জঞ্জালমুক্ত শহর পাওয়ার অপেক্ষায় বারাসাতবাসীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷