বামুনমুড়ো এলাকায় কয়েক বিঘা জমির উপর তৈরি হতে চলা এই ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শনে এদিন উপস্থিত ছিলেন সুডার ডিরেক্টর জলি চৌধুরী সহ বিশেষ প্রতিনিধিদল। পৌরপ্রধান জানান, আগামী বছরের মার্চ মাসের মধ্যেই এই ডাম্পিং গ্রাউন্ডের কাজ শুরু হবে।
advertisement
এই ডাম্পিং গ্রাউন্ড চালু হয়ে গেলে ২৪ ঘণ্টা বর্জ্য নিষ্পত্তির কাজ চলবে, ফলে জঞ্জালমুক্ত হবে পুরো বারাসাত শহর। সুনীল মুখার্জীর কথায়, ডাম্পিং গ্রাউন্ড চালু হলে শহর জুড়ে প্রায় ৮০টি গাড়ি নিয়মিতভাবে জঞ্জাল পরিষ্কারের কাজে লাগানো হবে। এর ফলে নাগরিকরা আগামী বছর থেকেই এর সুফল পাবেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এতদিন বারাসাতে পৌর এলাকার বর্জ্য ফেলার নির্দিষ্ট কোনও জায়গা না থাকায় পৌর নাগরিকদের নানা সমস্যার মুখে পড়তে হত। নতুন ডাম্পিং গ্রাউন্ড তৈরি হলে সেই সমস্যা কাটবে বলে আশাবাদী পৌরপ্রধান। খুব শীঘ্রই জঞ্জালমুক্ত শহর পাওয়ার অপেক্ষায় বারাসাতবাসীরা।





