জুম্মু তাওয়াই এক্সপ্রেস-এর গার্ড তাপস কুমার কুন্ডু জানান, ” বুধবার রাত ৮:৩০ মিনিটে ছাড়ে ট্রেনটি। শিয়ালদহ ঢোকার আগেই আমাকে জানানো হয় যে এই ট্রেনের ওই নির্দিষ্ট কামড়ার ভিতর একটি ব্যাগ আছে এবং ট্রেনটিকে যাতে আর সামনের দিকে এগিয়ে না নিয়ে যাওয়া হয়।ব্যাগটির ভিতর থেকে টিকটিক আওয়াজ আসছিল। তা থেকেই আতঙ্ক ছড়ায়।”
advertisement
দক্ষিণেশ্বরে শিয়ালদহ-জম্মু-তাওয়াই এক্সপ্রেস দাঁড়িয়ে থাকার কারণে ডাউন স্টেশনে পরপর গাড়ি দাঁড়িয়ে পরে। যাত্রীরা জানায়, ” হঠাৎ করে ট্রেনটি থামিয়ে দেওয়া হয় এবং বেশ কিছুক্ষণ থামার পর আমরা রেলের কর্মকর্তাদের জিজ্ঞাসা করে জানতে পারি যান্ত্রিক ত্রুটির জন্য ট্রেনটিকে আপাতত থামানো হয়েছে। পরে জানা যায় ট্রেনের কামরা থেকে একটি পরিত্যাক্ত ব্যাগ পাওয়া গিয়েছে এবং সেই ব্যাগের ভিতর থেকে টিক টিক আওয়াজ আসছে। ”
জুলফিকার মোল্যা ও রুদ্র নারায়ণ রায়






