TRENDING:

North 24 Pargana News: কালো ব্যাগে কী? দক্ষিণেশ্বর রেল স্টেশনে আতঙ্ক, আসল বোম্ব স্কোয়াড

Last Updated:

স্লিপার কোচ (S-8)- এ একটি পরিত্যক্ত কালো ব্যাগ ঘিরে আতঙ্ক ছড়ায়। মুহূর্তের মধ্যেই ওই কামরাটি খালি করে দেওয়া হয়। এরপর স্নিফার ডগ, বম্ব স্কোয়াডের লোকজন তল্লাশি শুরু করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণেশ্বর : জম্মু তাওয়াই থেকে শিয়ালদহগামী কলকাতা-জম্মু তাওয়াই রেলে পরিত্যাক্ত ব্যাগ ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণেশ্বর রেল স্টেশনে। শুক্রবার চারটে নাগাদ ট্রেনটি দক্ষিণেশ্বরে স্টেশনে ঢোকার পর থামিয়ে দেওয়া হয়। প্রায় আধ ঘণ্টার উপর দক্ষিণেশ্বর স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেন। যাত্রীরা ট্রেন থেকে নেমে এসে খোঁজখবর করতেই রেলের তরফ থেকে জানা যায় স্লিপার কোচ (S-8)-এ একটি পরিত্যক্ত কালো ব্যাগ মেলে। সেই ব্যাগ কেন্দ্র করেই আতঙ্ক ছড়ায়। মুহূর্তের মধ্যেই ওই কামরাটি খালি করে দেওয়া হয়। এরপর স্নিফার ডগ, বম্ব স্কোয়াডের লোকজন এসে তল্লাশি শুরু করে। ঘটনস্থলে ছুটে আসে আরপিএফ-এর শীর্ষ কর্মকর্তারাও।
দক্ষিণেশ্বর রেল স্টেশনে কালো ব্যাগে কি! আতঙ্ক ছড়াতেই 
দক্ষিণেশ্বর রেল স্টেশনে কালো ব্যাগে কি! আতঙ্ক ছড়াতেই 
advertisement

জুম্মু তাওয়াই এক্সপ্রেস-এর গার্ড তাপস কুমার কুন্ডু জানান, ” বুধবার রাত ৮:৩০ মিনিটে ছাড়ে ট্রেনটি। শিয়ালদহ ঢোকার আগেই আমাকে জানানো হয় যে এই ট্রেনের ওই নির্দিষ্ট কামড়ার ভিতর একটি ব্যাগ আছে এবং ট্রেনটিকে যাতে আর সামনের দিকে এগিয়ে না নিয়ে যাওয়া হয়।ব্যাগটির ভিতর থেকে টিকটিক আওয়াজ আসছিল। তা থেকেই আতঙ্ক ছড়ায়।”

advertisement

দক্ষিণেশ্বরে শিয়ালদহ-জম্মু-তাওয়াই এক্সপ্রেস দাঁড়িয়ে থাকার কারণে ডাউন স্টেশনে পরপর গাড়ি দাঁড়িয়ে পরে। যাত্রীরা জানায়, ” হঠাৎ করে ট্রেনটি থামিয়ে দেওয়া হয় এবং বেশ কিছুক্ষণ থামার পর আমরা রেলের কর্মকর্তাদের জিজ্ঞাসা করে জানতে পারি যান্ত্রিক ত্রুটির জন্য ট্রেনটিকে আপাতত থামানো হয়েছে। পরে জানা যায় ট্রেনের কামরা থেকে একটি পরিত্যাক্ত ব্যাগ পাওয়া গিয়েছে এবং সেই ব্যাগের ভিতর থেকে টিক টিক আওয়াজ আসছে। ”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

জুলফিকার মোল্যা ও রুদ্র নারায়ণ রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Pargana News: কালো ব্যাগে কী? দক্ষিণেশ্বর রেল স্টেশনে আতঙ্ক, আসল বোম্ব স্কোয়াড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল