জানা গিয়েছে, ২০২৪ সালের নভেম্বর এবং ডিসেম্বর এর পেনশন এখনও মেলেনি ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত ওই পৌরকর্মীদের। ফলে চরম সমস্যায় পড়েছে ওই অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা। নির্দিষ্ট তারিখ জানানো হলেও তারিখ অতিক্রান্ত হয়ে গেলেও মিলছে না পেনশনের টাকা বলে অভিযোগ। আর তাই এদিন রীতিমতো পৌরসভায় এসে সোচ্চার হলেন অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা। অবিলম্বে তাদের প্রাপ্য পেনশনের টাকা দেওয়া হোক দাবি জানিয়ে পৌরসভার দ্বারস্থ হয়েছেন তারা।
advertisement
আরও পড়ুন: একটু বেশি ভূমিকম্প হলেই কলকাতার কোন এলাকা শেষ হয়ে যাবে, জানেন? গবেষকদের কথা শুনে আঁতকে উঠবেন কিন্তু
যদিও পরিস্থিতি সামাল দিতে পৌরসভার তরফ থেকে জানানো হচ্ছে দ্রুত তাদের এই সমস্যার সমাধান করা হবে। তবে প্রশ্ন, বারংবার কেন অবসরপ্রাপ্ত এই পৌর কর্মীদের পেনশনের টাকা আটকে হেনস্থার মুখে ফেলছে, এক সময়ে তাদের কর্মক্ষেত্র হিসেবে এগিয়ে চলা ভাটপাড়া পৌরসভা কর্তৃপক্ষ!
—- Rudra Narayan Roy