এরপর এলাকার এক টোটো ওয়ালা খবর দেয় বাজার কমিটির উদ্যোক্ত তথা আলহাদি ফাউন্ডেশন এর কর্ণধর সুশান্ত ঘোষ এর কাছে। সেখানে বেশ কয়েকজন ওই ব্যক্তিকে থাকা খাওয়ার ব্যবস্থা করে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তার বাড়ি তামিলনাড়ুর চেন্নাইয়ের রামস্বামী গার্ডেন এলাকায়।
advertisement
অনেক প্রচেষ্টায় নাম পরিচয় জানার সঙ্গে সঙ্গে জানা যায় তিনি পাঁচ বছর আগে তিনি স্থানীয় একটি দন্ত চিকিৎসালয়ে কাজ করতেন। সেখানকার ফোন নম্বরটি তিনি জানান, সেই সূত্র থেকেই সুশান্ত বাবু তার বাড়ির নম্বর পেয়ে যোগাযোগ হয় রাজনের ভাই মুনিয়াম।পরিবার সূত্রে খবর আট মাস আগে বাড়ী থেকে বেরিয়ে জয়পুর চলে যান সেখান থেকে কলকাতা আসেন।
শেষে লেবুখালী রাস্তাথেকে তাকে উদ্ধার করে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ হলে পরিবার উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট হিঙ্গলগঞ্জের ওই এলাকায় পৌঁছায়। পরিবারের প্রতিনিধির হাতে তুলে দিলেন সুশান্ত ঘোষ। স্বাভাবিকভাবে বহুদিন পর পরিবারের সদস্যরা তাকে কাছে পেয়ে খুশি সকলেই।
—- জুলফিকার মোল্যা