উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট ২ নম্বর ব্লকের মাটিয়া গ্রাম পঞ্চায়েতের পূর্ব সাংবেরিয়ার বড় বাগান এলাকায় এদিন সকালে ফাঁকা ধানক্ষেতে হঠাৎই দেখা মেলে এক অজ্ঞাত পরিচয়ের মহিলার দেহ। মাঠে কাজ করতে যাওয়া কয়েকজন প্রথমে দেহটি দেখতে পান। ধান কাটা হয়ে যাওয়া খালি জমিতে এইভাবে দেহ পড়ে থাকতে দেখে অবাক হয়ে যান গ্রামবাসীরা।
advertisement
আরও পড়ুন : চলন্ত অবস্থাতেই ‘লক’ স্টিয়ারিং, বেপরোয়া ইভি! ইকো পার্কের সামনে ধাক্কা পথচারীদের, হাড় হিম করা দৃশ্য
এই দৃশ্য দেখে স্থানীয়রা খবর দেয় মাটিয়া থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মাটিয়া থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট পুলিশ মর্গে পাঠিয়েছে। স্থানীয়দের দাবি, মহিলাকে এই এলাকার কেউ চিনতে পারেন নি। ফলে সন্দেহ বাড়ছে। স্থানীয়দের অনেকের অনুমান, সম্ভবত বাইরে কোথাও খুন করে রাতের অন্ধকারে দেহটি এনে এখানে ফেলে দেওয়া হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সাত সকালে দেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা চারদিকে খবর ছড়িয়ে দেন। মুহূর্তেই ভিড় জমে যায় ধানক্ষেতের চারপাশে। বড় বাগান এলাকা থেকে শ্রীনগর, পূর্ব সাংবেরিয়া, সব জায়গায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তদন্তকারীরা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে। এদিকে দেহের পরিচয় প্রকাশ না হওয়া পর্যন্ত এলাকায় রহস্য আরও ঘনিয়ে উঠছে। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।






