অভিযোগ, সংশ্লিষ্ট আইসিডিএস সেন্টারে পুষ্টিকর খাবার দেওয়ার পরিবর্তে শুধুমাত্র ভাত দেওয়া হয়। একাধিকবার শিক্ষিকাকে বলার পরেও কোনও ব্যবস্থা না নেওয়ায় অভিভাবকরা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। অন্যদিকে শিক্ষিকার দাবি, পুষ্টিকর খাবারের পরিবর্তে শুধু ভাত দেওয়ার কথা সেটাই দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ কোথাও ২ ডিগ্রি, কোথাও আবার ৫! উত্তরের জেলায় জেলায় শীতের ঝোড়ো ব্যাটিং, আজ কোথায় কেমন আবহাওয়া জানুন
advertisement
অভিভাবকদের অভিযোগ, ১৫০ জন পড়ুয়ার জন্য বরাদ্দ মাত্র ১ কেজি আলু। সেটাও সব সময় দেওয়া হয় না। ডাল-সবজি দেওয়া তো দূর, বরং মেয়াদ উত্তীর্ণ তেল, ছাতু দেওয়া হয়। এই নিয়ে একাধিকবার আইসিডিএস সেন্টারের শিক্ষিকাকে বলার পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে এবার তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা।
পাল্টা শিক্ষিকার দাবি, তাঁদের সেন্টারে ডেট ওভার ছাতুই আসছে। ফলে সেটাই তাঁরা দিচ্ছেন। এছাড়া অনেকগুলো তেলের মধ্যে বেশ কয়েকটি তেল ডেট ওভার, সেগুলি তুলে নেওয়া হয়েছে। সব সমস্যা মিটে গিয়েছে বলে দাবি করেন তিনি।
