TRENDING:

North 24 Parganas News:'মিসাইল' থেকে 'লেজার গান', অত্যাধুনিক অস্ত্রের মডেল তৈরি বনগাঁর কৃষক পরিবারের অভিষেকের

Last Updated:

বনগাঁর প্রত্যন্ত এলাকার যুবক তৈরি করল সামরিক অস্ত্রের মডেল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: জম্মু-কাশ্মীরের পহেলগাওঁয়ে জঙ্গি হামলায় প্রাণ যায় ২৬ নিরীহ পর্যটকের। ভারতও পাল্টা ক্ষমতা দেখিয়েছে পাকিস্তানকে। এই পরিস্থিতিতেই বনগাঁর প্রত্যন্ত এলাকার যুবক তৈরি করল সামরিক অস্ত্রের মডেল। পাশাপাশি ভারতীয় সীমান্ত এলাকাগুলি সুরক্ষিত করতেও বিশেষ আবিষ্কার রয়েছে তাঁর ঝুলিতে।
advertisement

ভারত বাংলাদেশ সীমান্তবর্তী প্রত্যন্ত বাগদার আউলডাঙ্গা গ্রামের কৃষক পরিবারের ছেলে অভিষেক সরকার। দেশের হয়ে কাজ করার ইচ্ছে অভিষেকের। পড়াশুনো আউলডাঙ্গা অমূল্যধন রায় বিদ্যাপীঠ হাই স্কুলে। ব্যাচেলর অফ আর্টস নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হন। বর্তমান যুদ্ধের আবহে একদিকে দেশকে সুরক্ষিত রাখতে ও অন্যদিকে দেশের সীমান্তবর্তী এলাকাগুলিকে নিরাপত্তা প্রদান করতে একের পর এক মডেল সামরিক অস্ত্র তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

advertisement

অভিষেকের তৈরি এয়ার মিসাইল মডেল লক্ষ্যস্থলে পৌঁছনোর আগে শত্রু পক্ষ মিসাইলটির কোনও ক্ষতি করতে পারবে না বলেই দাবি তাঁর। এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে লোহার শিট, কাঠ, প্লাস্টিক-সহ বিভিন্ন সামগ্রী। রকেটের সূত্র মেনেই চলবে এই মিসাইল। এছাড়াও তার কাছে রয়েছে, মাটির নীচে লুকিয়ে থাকা হাইড্রোলিক সিস্টেম, যা ব্যবহার করে শত্রুদের খতম করা যাবেল শুধু তাই নয়, দুর্গম সীমান্ত এলাকায় নিরাপত্তার জন্য বিশেষ অটোমেটিক লেজার গান ও স্ক্যানিং রোবোট তৈরি করেছে অভিষেক। কয়েক কিলোমিটার এলাকার মধ্যে শত্রু দেখলেই, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ছুটে যাবে গুলি। এই ধরনের নানা মডেল রয়েছে অভিষেকের ভাঙা টিনের চালের ঘরে।

advertisement

দেশের জন্য কাজ করতে চায় বনগাঁর প্রত্যন্ত এলাকার এই যুবক। কৃষক পরিবারের সদস্যরাও চান তাঁদের ছেলের হাতে তৈরি অস্ত্র ব্যবহার করেই ধ্বংস করা হোক শত্রু পক্ষ পাকিস্তানকে। এলাকার বহু মানুষজন এখন তাঁর তৈরি অস্ত্র দেখতে ভিড় করছেন বাড়িতে। ভারতীয় সেনার তরফে তাঁকে দেওয়া হোক একটা সুযোগ, এই ধরনের নতুন অস্ত্র তৈরি করে দেশের রণকৌশল বদলে দেওয়ার ইচ্ছে রয়েছে কৃষক পরিবারের এই ছেলের। তাই মিসাইল থেকে লেজার গান, একাধিক সামরিক অস্ত্রের মডেল তৈরি করে এলাকার ‘মিসাইল ম্যান’ অভিষেক।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News:'মিসাইল' থেকে 'লেজার গান', অত্যাধুনিক অস্ত্রের মডেল তৈরি বনগাঁর কৃষক পরিবারের অভিষেকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল