সন্দেশখালি ২ নম্বর ব্লকের অন্তর্গত দক্ষিণ বেড়মজুর এলাকার দারোয়ানখালি পাড়ার ১৪৯ নম্বর বুথে বেশ কয়েক বছর ধরে বসবাস করছেন জলিল মোল্লা নামে এক বাংলাদেশি। কয়েক বছর আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে সন্দেশখালি এলাকায় আসেন তিনি। প্রথমে ওই এলাকায় এসে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের ছত্রছায়ায় থাকেন।
আরও পড়ুনঃ বুলা চৌধুরীর পর নাট্যশিল্পীর বাড়িতে চুরি! টাকা-গয়না গায়েব, এলাকার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
advertisement
স্থানীয় বাসিন্দাদের দাবি, শেখ সিরাজউদ্দিনের হয়ে এলাকায় ডাকাতি, বোমাবাজি সহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কাজকর্ম করে বেরাতেন জলিল। এরপর ওই এলাকাতেই বিয়ে করেন। কাকা শ্বশুর ইসমাইল মোল্লাকে বাবা সাজিয়ে ভোটার কার্ড সহ যাবতীয় নথিপত্রও তৈরি করে ফেলেন।
ওই বুথের বুথ লেভেল অফিসার মিনতি দাসের অভিযোগ, সন্দেশখালির বহিষ্কৃত, গ্রেফতার হওয়া তৃণমূল নেতা শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন বুথ লেভেল অফিসারকে ভয় দেখিয়ে, চাপ দিয়ে, জোর করে এই বাংলাদেশির নাম ভোটার তালিকায় তুলতে বাধ্য করেন।
আরও পড়ুনঃ মাঠের মধ্যে রেফারিকে লাথির প্রতিবাদ! ফুটবল টুর্নামেন্টের খেলা বয়কট করে ধিক্কার মিছিল অ্যাসোসিয়েশনের
শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন ওরফে ডাক্তার ভাই এই কাজ করেছেন সেটা স্বীকার করে নিয়েছেন বাংলাদেশি জলিল মোল্লার ‘পাতানো বাবা’ ইসমাইল মোল্লা। রীতিমতো বাড়ি তৈরি করে এলাকায় জেঁকে বসেছেন অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসা এই ব্যক্তি।