উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙার চানকিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। সেখানকার একটি পাটের গোডাউনে এই বিধ্বংসী আগুন লাগে। তাতে পুড়ে ছাই হয়ে যায় কয়েক লক্ষ টাকার পাট। চক্রান্ত করে এই আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন পাট ব্যবসায়ী।
আরও পড়ুনঃ এলাকায় রমরমিয়ে মদের ব্যবসা! ঘরে-বাইরে অশান্তি বাড়তেই কোমর বেঁধে নামলেন মহিলারা, পুরুলিয়ায় বড় অভিযান
advertisement
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী উপযুক্ত তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে আমডাঙা থানার পুলিশ। এদিন অগ্নিকাণ্ডের পর স্থানীয় মানুষজন জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ইঞ্জিন। তাঁরাও আগুন নেভানোর চেষ্টা করে।
প্রসঙ্গত, আমডাঙার পাশাপাশি এদিন হাওড়াতেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাওড়া কদমতলা এলাকার একটি বহুতলে এদিন আগুন লাগে। ওই বিল্ডিংয়ের নীচের তলায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও উপরে জিম সেন্টার সহ আবাসন আছে। সেখান থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে থাকে। সেই দৃশ্য চোখে পড়তেই দমকলে খবর দেন স্থানীয় মানুষ। বিগত কিছু সময়ে হাওড়ায় পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
