বিদ্যালয় চত্বর জুড়েই রয়েছে নানান রঙিন অলংকরণ। দেওয়ালে দেওয়ালে আঁকা হয়েছে চোখধাঁধানো চিত্রকলা, যা দেখলে যে কারও চোখ আটকে যেতে বাধ্য। একঘেয়ে পড়াশোনার পরিবেশ ভেঙে, শিশুদের শেখার প্রতি আগ্রহ বাড়াতেই এমন পরিকল্পনা বলে জানাচ্ছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। একটি শ্রেণিকক্ষে তুলে ধরা হয়েছে বিভিন্ন প্রজাতির মাছ, সাপ-সহ নানা ধরনের প্রাণীর ছবি।
advertisement
কোথাও ফুটিয়ে তোলা হয়েছে ঋতুচক্র, আবার কোথাও বিজ্ঞান ও ভূগোলের গুরুত্বপূর্ণ বিষয়গুলি। পাঠ্যবইয়ের বাইরের জটিল বিষয়গুলিকে সহজ ও দৃশ্যমান করে তুলতেই এই দেওয়ালচিত্রের ব্যবহার। শুধু বিষয়ভিত্তিক শিক্ষা নয়, ছাত্রছাত্রীদের সামাজিক ও পারিবারিক সম্পর্কের ধারণা দিতেও দেওয়ালে চিত্রিত হয়েছে নানা ছবি। বাবা-মা, ভাই-বোন, বন্ধু ও সমাজের বিভিন্ন ভূমিকার মানুষদের চিত্র দেখে শিশুরা খুব সহজেই সম্পর্কগুলির অর্থ বুঝতে পারছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই অসাধারণ পরিবেশেই প্রতিদিন পড়াশোনা করে দন্ডিরহাট প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। শিক্ষক-শিক্ষিকাদের মতে, এর ফলে শিশুদের উপস্থিতি বেড়েছে, পড়াশোনায় মনোযোগও অনেক বেশি। অভিভাবকরাও এই উদ্যোগে খুশি। সবমিলিয়ে দন্ডিরহাট প্রাথমিক বিদ্যালয় প্রমাণ করে দিয়েছে, ইচ্ছা থাকলে অল্প খরচেই পড়াশোনাকে আনন্দময় ও প্রাণবন্ত করে তোলা যায়। এই অভিনব শিক্ষাবান্ধব পরিবেশ এখন বসিরহাটের গর্ব।





