TRENDING:

North 24 Parganas News: কামারহাটি পুরসভার ৩১৪ কাটা জমিতে চলছে নামি বাস সংস্থার গ্যারেজ, বেআইনি দখল নিয়ে তোলপাড়

Last Updated:

North 24 Parganas News: দক্ষিণেশ্বরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের কামারহাটি পৌরসভার জমি বেআইনিভাবে দখলের অভিযোগ বেসরকারি বাস সংস্থার দিকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণেশ্বর, সুবীর দে: দক্ষিণেশ্বরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে কামারহাটি পৌরসভার সরকারি জমি বেআইনিভাবে দখলের অভিযোগ। বেসরকারি বাস সংস্থার বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। এই ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন পুরপ্রধান এবং পুর পারিষদ সদস্য। সবমিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা এলাকায়।
কামারহাটি পুরসভা
কামারহাটি পুরসভা
advertisement

জানা গিয়েছে, দক্ষিণেশ্বরের কাছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধারে কামারহাটি পৌরসভার ৩১৪ কাটা সরকারি জমি বেআইনিভাবে দখল করে চলছে এক বেসরকারি নামি বাস সংস্থার গ্যারেজ। অবৈধভাবে এই গ্যারেজ চালানোর ক্ষেত্রে মাসিক কোন ভাড়া পৌরসভাকে দেওয়া হয়না বলে অভিযোগ।

আরও পড়ুন: নতুন কন্ট্রোল রুমের হাতেগরম সুবিধা পেল মানুষ! লোকালয়ে হাতি ঢুকতেই ছুটে এলেন বন কর্মীরা

advertisement

কিন্তু বেসরকারি বাস সংস্থার একজন আধিকারিক নিউজ১৮ বাংলার ক্যামেরার সামনে জানিয়েছে, কামারহাটি পৌরসভার সঙ্গে চুক্তি করা রয়েছে এবং মাসিক ভাড়াও দেওয়া হয় পৌরসভাকে। যদিও সংস্থার আধিকারিকের অভিযোগ, সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছেন কামারহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা ও পুর পারিষদ সদস্য সৌমিত্র পুততুন্ড। বেসরকারি সংস্থার সঙ্গে কোনও চুক্তি হয়নি বলেই দাবি করেছেন তাঁরা।

advertisement

আরও পড়ুন: জয়রামবাটীতে ‘মা সারদা’ মেলা, আমোদরের তীরে জমকালো আয়োজন! একবার দেখলে ভোলার নয়

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন বছরের প্রথম দিনে উৎসবের রঙে শিলিগুড়ি, পর্যটকদের ভিড়ে জমজমাট বেঙ্গল সাফারি পার্ক
আরও দেখুন

পাশাপাশি তারা মাসিক কোনও ভাড়াও পৌরসভাকে দেয় না বলে জানিয়েছেন চেয়ারম্যান। একইসঙ্গে অবিলম্বে এই সরকারি জমি পুনরুদ্ধারের পদক্ষেপ নেওয়া হবে বলেও খবর। এছড়াও বেসরকারি বাস সংস্থাকে প্রমাণ করতে হবে তারা পৌরসভার সঙ্গে চুক্তিবদ্ধ, এমনটাই করা হুঁশিয়ারি দিয়েছেন পুর পারিষদ সদস্য। সবমিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর চর্চা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: কামারহাটি পুরসভার ৩১৪ কাটা জমিতে চলছে নামি বাস সংস্থার গ্যারেজ, বেআইনি দখল নিয়ে তোলপাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল