জানা গিয়েছে, দক্ষিণেশ্বরের কাছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধারে কামারহাটি পৌরসভার ৩১৪ কাটা সরকারি জমি বেআইনিভাবে দখল করে চলছে এক বেসরকারি নামি বাস সংস্থার গ্যারেজ। অবৈধভাবে এই গ্যারেজ চালানোর ক্ষেত্রে মাসিক কোন ভাড়া পৌরসভাকে দেওয়া হয়না বলে অভিযোগ।
আরও পড়ুন: নতুন কন্ট্রোল রুমের হাতেগরম সুবিধা পেল মানুষ! লোকালয়ে হাতি ঢুকতেই ছুটে এলেন বন কর্মীরা
advertisement
কিন্তু বেসরকারি বাস সংস্থার একজন আধিকারিক নিউজ১৮ বাংলার ক্যামেরার সামনে জানিয়েছে, কামারহাটি পৌরসভার সঙ্গে চুক্তি করা রয়েছে এবং মাসিক ভাড়াও দেওয়া হয় পৌরসভাকে। যদিও সংস্থার আধিকারিকের অভিযোগ, সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছেন কামারহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা ও পুর পারিষদ সদস্য সৌমিত্র পুততুন্ড। বেসরকারি সংস্থার সঙ্গে কোনও চুক্তি হয়নি বলেই দাবি করেছেন তাঁরা।
আরও পড়ুন: জয়রামবাটীতে ‘মা সারদা’ মেলা, আমোদরের তীরে জমকালো আয়োজন! একবার দেখলে ভোলার নয়
পাশাপাশি তারা মাসিক কোনও ভাড়াও পৌরসভাকে দেয় না বলে জানিয়েছেন চেয়ারম্যান। একইসঙ্গে অবিলম্বে এই সরকারি জমি পুনরুদ্ধারের পদক্ষেপ নেওয়া হবে বলেও খবর। এছড়াও বেসরকারি বাস সংস্থাকে প্রমাণ করতে হবে তারা পৌরসভার সঙ্গে চুক্তিবদ্ধ, এমনটাই করা হুঁশিয়ারি দিয়েছেন পুর পারিষদ সদস্য। সবমিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর চর্চা।
