Bankura News: জয়রামবাটীতে 'মা সারদা' মেলা, আমোদরের তীরে জমকালো আয়োজন! একবার দেখলে ভোলার নয়
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Bankura News: মা সারদার জন্মতিথি উপলক্ষে মা সারদার স্মৃতিধন্য আমোদর নদের তীরে আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে মা সারদা মেলা।
জয়রামবাটি, বাঁকুড়া, দেবব্রত মন্ডল: কামারপুকুরে রামকৃষ্ণদেবের স্মৃতিতে মেলার আদলে গতবছর থেকে বাঁকুড়ার জয়রামবাটিতে শুরু হয়েছে মা সারদা মেলা। এবছরও তার অন্যথা হয়নি। মা সারদার জন্মতিথি উপলক্ষে মা সারদার স্মৃতিধন্য আমোদর নদের তীরে আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে মা সারদা মেলা। চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।
এই মেলাকে ঘিরে এখন এলাকার মানুষের উৎসাহ তুঙ্গে। মা সারদার পবিত্র জন্মস্থান বাঁকুড়ার জয়রামবাটি। এই জয়রামবাটিতে প্রতি বছর অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে মা সারদার আবির্ভাব তিথি পালিত হলেও সেই জন্মতিথিকে কেন্দ্র করে কোনও মেলা আয়োজিত হত না। পার্শ্ববর্তী কামারপুকুর গ্রামে রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে যে মেলা আয়োজিত হয়, সেই মেলার আদলে জয়রামবাটিতেও মা সারদার জন্মতিথি উপলক্ষে মেলার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলেন এলাকাবাসী।
advertisement
আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার ফেটে দাউদাউ করে আগুন, একেবারে পুড়ে ছাই কাঠের দোতলা বাড়ি! বানারহাটে তীব্র আতঙ্ক
এলাকার মানুষের দীর্ঘদিনের সেই দাবি মেনে গতবছর প্রথম সিহড় গ্রামের মানুষের উদ্যোগে শুরু হয় মা সারদা মেলা। চলতি বছর আগামী ৯ ডিসেম্বর থেকে আমোদর নদের তীরে শুরু হবে এই সারদা মেলা। আগামীকাল মঙ্গলবার থেকে এই মেলা শুরু হবে আমোদরের তীরে। স্বাভাবিকভাবেই এই মেলাকে ঘিরে উন্মাদনার সীমা নেই এলাকার মানুষের।
advertisement
advertisement
আরও পড়ুন: কনকনে শীতে জমজমাট উত্তরবঙ্গ, সকাল থেকে কুয়াশার দাপট জেলায় জেলায়! রইল হাওয়া অফিসের লেটেস্ট আপডেট
মা সারদা আমোদর নদকে গঙ্গা বলতেন। সেই কারণে আমোদর নদরে চলতি নাম ‘মায়ের গঙ্গা’। সেকথা স্মরণে রেখে এই মেলায় আমোদর নদের ঘাটে বিশেষ গঙ্গারতীর আয়োজন করা হয়েছে। হরিদ্বারের সাধু সম্প্রদায়ের একাংশের এই বিশেষ গঙ্গা আরতিতে অংশ নেওয়ার কথা। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে ধর্মীয় অনুষ্ঠান।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
December 08, 2025 12:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: জয়রামবাটীতে 'মা সারদা' মেলা, আমোদরের তীরে জমকালো আয়োজন! একবার দেখলে ভোলার নয়


