TRENDING:

North 24 Parganas News: বেশি ডিসকাউন্টে কেন ওষুধটা ভেজাল নয় তো? সতর্ক করছে কেমিস্ট-ড্রাগিস্টরা

Last Updated:

বেশি ডিসকাউন্টে ওষুধ কেনেন? ভেজাল ওষুধ কিনছেন না তো? সতর্ক করছে কেমিস্ট-ড্রাগিস্টরা।  নির্ভেজাল ওষুধ কেনার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এবার পথে নামল বসিরহাটের কেমিস্ট-ড্রাগিস্টরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট, উত্তর ২৪ পরগনা, জুলফিকার মোল্যা: বেশি ডিসকাউন্টে ওষুধ কেনেন? ভেজাল ওষুধ কিনছেন না তো? সতর্ক করছে কেমিস্ট-ড্রাগিস্টরা।  নির্ভেজাল ওষুধ কেনার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এবার পথে নামল বসিরহাটের কেমিস্ট-ড্রাগিস্টরা। বেশি ডিসকাউন্টের লোভে ভেজাল বা নকল ওষুধ কেনার প্রবণতা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন- এর বসিরহাট জোন। সাধারণ মানুষকে সচেতন করতে এদিন পথে নামল উত্তর ২৪ পরগনার বসিরহাটের ওষুধ ব্যবসায়ীদের একটি দল।
advertisement

বসিরহাটের কেমিস্ট-ড্রাগিস্টরা জানান, কোনও ওষুধ কেনার আগে তার কিউআর কোড স্ক্যান করা, ওষুধটি NQS (ন্যাশনাল কোয়ালিটি স্ট্যান্ডার্ডস ) –এর অনুমোদিত কিনা যাচাই করা উচিৎ। পাশাপাশি,  সন্দেহজনকভাবে কম দামে বিক্রি হওয়া ওষুধ এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। সংগঠনের সদস্যদের বক্তব্য অনুযায়ী, বাজারে নকল ও ভেজাল ওষুধের সংখ্যা বাড়ছে, ফলে রোগীরা অজান্তে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। এ’জন্য প্রতিটি ওষুধে বাধ্যতামূলকভাবে কিউআর কোড যুক্ত করার দাবি জানানো হয়েছে প্রশাসনের কাছে, যাতে গ্রাহক সহজেই ওষুধের উৎস ও সত্যতা যাচাই করতে পারেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জলদাপাড়া জঙ্গল সাফারিতে দুই গন্ডারের শক্তি প্রদর্শন, ভাইরাল ভিডিও দেখলে চমকে যাবেন!
আরও দেখুন

এই বিষয়ে বসিরহাট জোনের সম্পাদক প্রকাশ দে বলেন, ” মানুষের স্বাস্থ্য নিরাপত্তা আমাদের প্রথম লক্ষ্য। তাই সবাইকে অনুরোধ— কম দামে প্রলোভনে পড়বেন না, বরং কিউআর কোড স্ক্যান করে ওষুধের সত্যতা নিশ্চিত করুন। নিরাপদ ও নির্ভেজাল ওষুধ গ্রহণই মানুষের অধিকার।”

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বেশি ডিসকাউন্টে কেন ওষুধটা ভেজাল নয় তো? সতর্ক করছে কেমিস্ট-ড্রাগিস্টরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল