একদিকে কিছুটা দূরেই ভারত বাংলাদেশ সীমান্ত, অপরদিকে সুন্দরবন অঞ্চল। সীমান্ত সুন্দরবনবর্তী এক প্রত্যন্ত গ্রাম কুমারপুকুর। কুমারপুকুর গ্রামের বেতশ্রী কালীমন্দিরকে ঘিরে আছে এক প্রাচীন ইতিহাস। কথিত আছে, অলি চৌধুরী নামে এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে জালে পেয়েছিলেন আবার কেউ কেউ বলেন জঙ্গলে এক সময় কালী মাতাকে দেখতে পেয়েছিল। তারপর স্বপ্নাদেশে পুজো করার আদেশ পান। তারপর ওই কালী মন্দিরের পিছনে একটি বেত বাগানে পূজার্চনা শুরু করেন।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
অলি চৌধুরীর বয়স হয়ে গেলে পূজা অর্চনার দায়ভার গ্রহণ করেন প্রাণ কৃষ্ণ আচার্য নামে এক ব্রাহ্মণ। তবে কালী পূজা উপলক্ষ্যে প্রতিবছর বাংলা সনের মাঘ মাসের শেষ শনিবার কালী মাতার বিগ্রহ স্থাপিত হয় এবং এই মেলার সূচনা হয় এবং যা শেষ হয় পরবর্তী শনিবারে। দেবীর পুজোর পাশাপাশি চলছে প্রসাদ বিতরণ। মেলায় বসেছে হরেক রকমের দোকান। রাজ্যের পাশাপাশি রাজ্য ছাড়িয়ে বাইরে রাজ্য থেকেও মানুষ আসেন এই মেলায়। এই মেলা উপলক্ষ্যে মন্দির চত্বরের পার্শ্ববর্তী মাঠে বসেছে প্রায় হাজারধিক দোকান, যেখানে খাওয়ার থেকে শুরু করে নানান সম্ভাহারে ভরপুর। সব মিলিয়ে বছরের বিশেষ সময় সকলে এক যোগে মেতে ওঠে এই মেলায়।
জুলফিকার মোল্লা