উত্তর ২৪ পরগনার চন্ডিপুর দাসপাড়া থেকে দক্ষিণ বেনা মোড় পর্যন্ত দীর্ঘ রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। কোথাও ধস, কোথাও জল জমে থাকা বড় গর্ত—এই রাস্তায় কানুপুর, আটঘরা, রাজাপুর, শিমুলিয়া, শিবপুরসহ অন্তত ছয়-সাতটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। অথচ বিগত ১৫ বছরে কোনও সংস্কার হয়নি।
আরও পড়ুন: ডিজিটাল পেমেন্টে প্রতারণার নতুন ফাঁদ…! ধরা…, পুরো গল্প না জানলে যখন তখন উধাও হয়ে যাবে লাখ লাখ টাকা
advertisement
গ্রামবাসীদের অভিযোগ, “বারবার পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে জানিয়েও কোনও সাড়া মেলেনি। বর্ষাকালে তো পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠে। অসুস্থ হলে অ্যাম্বুল্যান্স ঢুকতে পারে না, বাচ্চারা স্কুলে যেতে পারে না। তাই বাধ্য হয়েই নিজেরাই উদ্যোগ নিয়েছি।” স্থানীয় যুবসমাজ থেকে বয়স্করা পর্যন্ত সকলে মিলে চাঁদা তুলে অর্থ সংগ্রহ করেছেন। রীতিমত গর্ত ভরাট করে, বালি-পাথর দিয়ে নিজেদের সামর্থ্যে রাস্তা সারাই করছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনা আবারও প্রমাণ করল, সরকারের নিষ্ক্রিয়তাকে বুড়ো আঙুল দেখিয়ে মানুষই পারে নিজেদের বিপদে রাস্তায় নামতে। তবে প্রশ্ন থেকে যায়—আবশ্যিক পরিকাঠামোর দায়িত্ব কী শুধুই সাধারণ মানুষের? আর কতদিন প্রতিশ্রুতি শুনে বসে থাকতে হবে গ্রামবাসীদের।
জুলফিকার মোল্যা