বাঁশ ও কাঠের ভগ্নপ্রায় জেটি দিয়ে রীতিমতো ঝুঁকি নিয়েই চলছিল ফেরি পারাপার। এই সমস্যার সমাধানে প্রায় চার বছর আগে ব্যারাকপুর ধোবিঘাটে একটি নতুন লোহার জেটি তৈরি করা হলেও তা চালু করা যায়নি। অভিযোগ ছিল, প্রতিরক্ষা মন্ত্রকের প্রয়োজনীয় ছাড়পত্র না মেলায় লাল ফিতের ফাঁসে পড়ে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল জেটিটি। ফলে সময়ের সঙ্গে সঙ্গে নতুন জেটিটিও নষ্ট হওয়ার মুখে পড়ে। তবে অবশেষে সেই জট কাটতে চলেছে।
advertisement
আরও পড়ুন: মকর সংক্রান্তিতেই শীতের কামব্যাক, বুধবার থেকে ফের কাঁপুনি উত্তরবঙ্গে! রইল IMD’র লেটেস্ট আপডেট
সরকারি সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ টানাপড়েনের পর প্রতিরক্ষা মন্ত্রকের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র মিলেছে। এর পর ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের তরফে জেটিটির দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে রাজ্য পরিবহণ দফতরের হাতে। খুব শীঘ্রই জেটিটি মেরামত করে ফেরি চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। আগামী এক থেকে দেড় মাসের মধ্যেই জেটিটির প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ক্যান্টনমেন্ট বোর্ড সূত্রে জানা গিয়েছে, কিছু আইনি জটিলতার কারণে এতদিন দেরি হলেও বর্তমানে সেই সমস্ত সমস্যা মিটে গিয়েছে। নতুন জেটি চালু হলে ব্যারাকপুর ও শ্রীরামপুরের মধ্যে জলপথ যোগাযোগ আরও নিরাপদ ও সুগম হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি ধোবিঘাট এলাকাকে আরও সুন্দর ও যাত্রীবান্ধব করে তোলার পরিকল্পনাও নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। নতুন এই জেটি চালু হওয়ার খবরে গঙ্গার দুই পাড়ের হাজার হাজার মানুষের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে।






