কাজ সেরে ফেরার সময় অসাবধানতাবশত নিজের ব্যাগটি পৌরসভাতেই ফেলে রেখে চলে যান তিনি। শনিবার বিকেলে পৌরসভা বন্ধ হয়ে যাওয়ার পর কর্তব্যরত নিরাপত্তা রক্ষীর নজরে আসে একটি পড়ে থাকা ব্যাগ। প্রথমে বিষয়টি নিয়ে কিছুটা আতঙ্ক তৈরি হলেও, নিজের দায়িত্ব ও সততার পরিচয় দিয়ে ব্যাগটি নিরাপদে নিজের জিম্মায় রাখেন নিরাপত্তা কর্মী দুলু জানা।
advertisement
টানা প্রায় দু’দিন ধরে ব্যাগটি আগলে রাখেন তিনি। সোমবার পৌরসভা খোলার পর গোটা বিষয়টি পৌরসভার চেয়ারম্যানকে জানানো হয়। এরপর চেয়ারম্যান ও পৌরসভার অন্যান্য কর্মীদের উপস্থিতিতেই ব্যাগটি খোলা হয়। দেখা যায় ব্যাগের ভিতরে রয়েছে বিদেশি ডলার, পাসপোর্ট, আধার কার্ড সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি। আধার কার্ডে থাকা মোবাইল নম্বরের সূত্র ধরে দ্রুত যোগাযোগ করা হয় ব্যাগের মালিকের সঙ্গে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খবর পেয়ে পৌরসভায় এসে নিজের হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পান ওই প্রবাসী বাঙালি। নিরাপত্তা কর্মীর সততায় আপ্লুত ব্যাগের মালিক। এদিকে পৌরসভার নিরাপত্তা কর্মীর এই সততাকে কুর্নিশ জানিয়েছেন পৌরসভার চেয়ারম্যান সুনীল মুখার্জী। তাঁর বক্তব্য, আজকের দিনে দাঁড়িয়ে এমন সততার দৃষ্টান্ত সত্যিই সমাজের কাছে অনুকরণীয়।






