TRENDING:

North 24 Parganas News: পুরসভায় উদ্ধার ব্যাগে পাসপোর্ট-ডলার, তোলপাড় করা কাণ্ডে আসল কারণ সামনে! নিরাপত্তা কর্মীর সততায় বদলে গেল গোটা গল্প

Last Updated:

North 24 Parganas News: নিরাপত্তা কর্মীর সততায় বারাসাত পৌরসভা থেকে উদ্ধার হওয়া ডলার-সহ পাসপোর্ট ব্যাগ রহস্যের অবশেষে হল সমাধান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: নিরাপত্তা কর্মীর সততায় বারাসাত পৌরসভা থেকেই উদ্ধার হওয়া ডলার-সহ পাসপোর্ট ব্যাগ রহস্যের অবশেষে হল সমাধান। অভিজিৎ ব্যানার্জি। এসপি অফিসের উল্টো দিকেই রয়েছে ওই ব্যক্তির নিজস্ব ফ্ল্যাট। তবে কাজের সূত্রে বেশিরভাগ সময়ই বিদেশে থাকেন তিনি। গত শনিবার বাড়ির কল সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য বারাসাত পৌরসভায় আবেদন জানাতে এসেছিলেন ওই প্রবাসী বাঙালি।
ব্যাগ ফেরত
ব্যাগ ফেরত
advertisement

কাজ সেরে ফেরার সময় অসাবধানতাবশত নিজের ব্যাগটি পৌরসভাতেই ফেলে রেখে চলে যান তিনি। শনিবার বিকেলে পৌরসভা বন্ধ হয়ে যাওয়ার পর কর্তব্যরত নিরাপত্তা রক্ষীর নজরে আসে একটি পড়ে থাকা ব্যাগ। প্রথমে বিষয়টি নিয়ে কিছুটা আতঙ্ক তৈরি হলেও, নিজের দায়িত্ব ও সততার পরিচয় দিয়ে ব্যাগটি নিরাপদে নিজের জিম্মায় রাখেন নিরাপত্তা কর্মী দুলু জানা।

advertisement

আরও পড়ুন: ‘ছিনাথ বহুরুপী’ তাঁর হিরো, শিল্প দেখে মুগ্ধ রাজীব গান্ধি হাতে দিয়েছিলেন গোলাপ! বীরভূমের গর্ব ‘এই’ ব্যক্তি

টানা প্রায় দু’দিন ধরে ব্যাগটি আগলে রাখেন তিনি। সোমবার পৌরসভা খোলার পর গোটা বিষয়টি পৌরসভার চেয়ারম্যানকে জানানো হয়। এরপর চেয়ারম্যান ও পৌরসভার অন্যান্য কর্মীদের উপস্থিতিতেই ব্যাগটি খোলা হয়। দেখা যায় ব্যাগের ভিতরে রয়েছে বিদেশি ডলার, পাসপোর্ট, আধার কার্ড সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি। আধার কার্ডে থাকা মোবাইল নম্বরের সূত্র ধরে দ্রুত যোগাযোগ করা হয় ব্যাগের মালিকের সঙ্গে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

খবর পেয়ে পৌরসভায় এসে নিজের হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পান ওই প্রবাসী বাঙালি। নিরাপত্তা কর্মীর সততায় আপ্লুত ব্যাগের মালিক। এদিকে পৌরসভার নিরাপত্তা কর্মীর এই সততাকে কুর্নিশ জানিয়েছেন পৌরসভার চেয়ারম্যান সুনীল মুখার্জী। তাঁর বক্তব্য, আজকের দিনে দাঁড়িয়ে এমন সততার দৃষ্টান্ত সত্যিই সমাজের কাছে অনুকরণীয়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: পুরসভায় উদ্ধার ব্যাগে পাসপোর্ট-ডলার, তোলপাড় করা কাণ্ডে আসল কারণ সামনে! নিরাপত্তা কর্মীর সততায় বদলে গেল গোটা গল্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল