Birbhum Talent: 'ছিনাথ বহুরুপী' তাঁর হিরো, শিল্প দেখে মুগ্ধ রাজীব গান্ধি হাতে দিয়েছিলেন গোলাপ! বীরভূমের গর্ব 'এই' ব্যক্তি

Last Updated:

Birbhum Talent: নিজের শিল্পের প্রচারে ১৯৮৫ সালে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির হাত ধরে ওয়াশিংটন শহরে পাড়ি দিয়েছিলেন বহুরূপী শিল্পী সুবল দাস বৈরাগ্য।

+
বহুরূপীর

বহুরূপীর সাজে শিল্পী

বীরভূম, সৌভিক রায়: ‘শ্রীকান্ত’ উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ডালিম গাছের ঝোপে বৃহৎ আকারের জন্তু বসে আছে দেখে, গাদা বন্দুক দিয়ে তাকে জব্দ করতে সচেষ্ট হয়েছিলেন গল্পের পিসেমশাই৷ পরে বোঝা যায়, বাঘ-টাঘ কিছুই নয়, আসলে সে বাঘের বেশ ধরা ‘ছিনাথ বহুরূপী’৷ সেই গল্প পড়েই জীবনটা বদলে গিয়েছিল লাল মাটির জেলা বীরভূমের নানুরের বাসিন্দা সুবল দাস বৈরাগ্যের। প্রসঙ্গত, বিখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৯১৭ সাল থেকে ১৯৩৩ সাল পর্যন্ত মোট চারটি খণ্ডে রচনা করেছিলেন বিখ্যাত উপন্যাস ‘শ্রীকান্ত’৷
সেই উপন্যাসেরই অন্যতম গুরুত্তপূর্ণ এক চরিত্র ‘শ্রীনাথ বহুরূপী’। এই উপন্যাসের বহুরূপী চরিত্রটি মন ছুঁয়ে গিয়েছিল সুবল দাস বৈরাগ্যের৷ বাস্তবের এই ‘ছিনাথ বহুরূপী’র ছাত্র ছিলেন নানুরের চারকল গ্রামের বাসিন্দা কানাই চক্রবর্তী। সুবল দাস বৈরাগ্য জানান, বহুবছর আগে কুলে গ্রামে বহুরূপী সেজে এসেছিলেন এই কানাই চক্রবর্তী। গ্রামে কুকুরের কামড়ে গুরুতর জখম হয়েছিলেন তিনি। তাঁকে সেবা-শুশ্রূষা করে ঠিক করে তুলেছিলেন সুবল দাস বৈরাগ্য।
advertisement
advertisement
নিজের শিল্পের প্রচারে তিনি ১৯৮৫ সালে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির হাত ধরে ওয়াশিংটন শহরে পাড়ি দিয়েছিলেন। প্রায় দুই মাস বিদেশে বিভিন্ন জায়গায় শো করে ফেরার পর দিল্লিতে তাঁর হাতে একটি গোলাপ ফুল দিয়ে নাকি ইন্দিরা-পুত্র বলেছিলেন, দেশের এই শিল্পীদের জন্য তিনি কিছু করবেন। সেই প্রতিশ্রুতি পেয়ে দিনবদলের স্বপ্ন দেখেছিলেন সুবল দাস বৈরাগ্য। তবে তাঁর আক্ষেপ, তৎকালীন প্রধানমন্ত্রীর অকালপ্রয়াণ তাঁর স্বপ্নে জল ঢেলে দিয়েছিল।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতীর পাঠভবন থেকে শুরু করে ঠাকুর পরিবারের অন্যতম সদস্য সুপ্রিয় ঠাকুরের স্কুল শিশুতীর্থের বাচ্চাদের প্রশিক্ষণ দিচ্ছেন সুবল বহুরূপী। ৮৫ বছর বয়সেও আজও সমান প্রাণবন্ত, একই রকম প্রাণোচ্ছ্বল। আজও তাঁর কাছে প্রশিক্ষণ নিতে উৎসাহী শিশুরা। যদিও বর্তমানে নিজের ছেলে ধনেশ্বর দাস বৈরাগ্য এই পেশায় সঙ্গে যুক্ত,এর পাশাপাশি দশম শ্রেণিতে পাঠরত নাতি রাখব দাস বৈরাগ্যও বাবা ও ঠাকুরদার পেশা গ্রহণের জন্য তৈরি হতে শুরু করেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum Talent: 'ছিনাথ বহুরুপী' তাঁর হিরো, শিল্প দেখে মুগ্ধ রাজীব গান্ধি হাতে দিয়েছিলেন গোলাপ! বীরভূমের গর্ব 'এই' ব্যক্তি
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহভর শীতের ঝোড়ো ব্যাটিং, রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা আর কত দিন থাকবে? জেনে নিন
সপ্তাহভর শীতের ঝোড়ো ব্যাটিং, রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা আর কত দিন থাকবে? জেনে নিন
  • সপ্তাহভর শীতের ঝোড়ো ব্যাটিং

  • রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা আর কত দিন থাকবে?

  • কলকাতায় তাপমাত্রার পারদ নেমে গিয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে

VIEW MORE
advertisement
advertisement