জানা গিয়েছে, ডানলপ ব্রিজের ওপর বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে দিনের আলোয় প্রকাশ্যে চলছিল জুয়ার আসর। সেই আসরে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে যোগ দিয়েছিলেন। আর এই জুয়ার ঠেকের পাশেই রয়েছে বাসস্ট্যান্ড। অভিযোগ, সেই বাসস্ট্যান্ডের সামনে বাস ধরার জন্য দাঁড়িয়ে থাকা এক যুবকের ওপর হামলা চালানো হয়েছে।
আরও পড়ুন: বড়দিনে হাজির বাস্তবের সান্তা, সঙ্গে বস্তা বস্তা উপহার! ইট ভাটার শ্রমিকদের মুখে তখন হাসি দেখে কে
advertisement
জানা গিয়েছে, আক্রান্ত যুবকের নাম সুভাষ বসু। তিনি একটি বেসরকারি বাস সংস্থার কর্মী। তাঁর অভিযোগ, তিনি অপেক্ষা করার সময় সেই জুয়ার ঠেক থেকে কিছু দুষ্কৃতী এসে তাঁর কাছে টাকা চায়। তিনি টাকা দিতে অস্বীকার করায় দুষ্কৃতীরা তাঁকে বন্দুকের বাট দিয়ে মারধর করে। মারধর করে তাঁর থেকে টাকা ছিনতাই করে অভিযুক্তরা চলে যায় বলে অভিযোগ।
এই ঘটনার পর যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন আক্রান্ত ওই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বরানগর থানায় পুলিশ। পুলিশ এসে জুয়ার ঠেক ভেঙে দেয়। ইতিমধ্যে আক্রান্তের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বরানগর থানার পুলিশ। অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
