সেই সময় মত্ত অবস্থায় রাহুল দেবনাথ ও তার কয়েকজন সঙ্গী সেখানে এসে মহিলাদের কটূক্তি করতে শুরু করে। এতে আতঙ্কিত হয়ে পড়েন পিকনিকে উপস্থিত মহিলারা। বিষয়টি নজরে আসতেই প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দা তথা অবসরপ্রাপ্ত সেনাকর্মী কিরণ চট্টোপাধ্যায়। অভিযোগ, কটূক্তির প্রতিবাদ করতেই রাহুল দেবনাথ কিরণ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে হামলা চালায়। বেধড়ক মারধরের জেরে কিরণের নাক ও মুখে আঘাত লাগে। ঘটনায় এক ১৪ বছরের নাবালকও আহত হয়েছে।
advertisement
আরও পড়ুন: বিপদের দিনে রায়দিঘির মানুষ পাবে শক্তপোক্ত শেল্টার, ২ কোটি টাকা খরচে বদলাবে বিপর্যয়ের ছবি
রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করা হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রাই আহত কিরণ চট্টোপাধ্যায়কে উদ্ধার করে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তিনি অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত রাহুল দেবনাথকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, রাহুল দেবনাথের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। এর আগে অস্ত্র মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল এবং জেল খাটার পর সম্প্রতি ছাড়া পায় সে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেল থেকে বেরিয়েই ফের এলাকায় অশান্তি শুরু করেছে বলেও অভিযোগ। এই ঘটনায় আক্রান্ত কিরণ চট্টোপাধ্যায় বলেন, আমি ১৮ বছর দেশের সুরক্ষায় কাজ করেছি। জীবনের ভয় কখনও পাইনি। কিন্তু অভিযুক্তের হুমকিতে এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। অশোকনগর থানার ওসি চিন্তামণি নস্কর জানান, মারধরের ঘটনায় রাহুল দেবনাথকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে পূর্বের অপরাধের রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় যুক্ত অন্যদের খোঁজে তল্লাশি চলছে।






