TRENDING:

Sadak Suraksha Abhiyan: সাইকেল নিয়েই দেশ ভ্রমণ যুবকের! লাদাখ থেকে ভুটান, ওড়িশা! দিলেন বিশেষ সুরক্ষা-বার্তা!

Last Updated:

North 24 Parganas News: সেভ ড্রাইভ সেফ লাইফ এবং গাছ বাঁচানোর বার্তা নিয়ে যুবকের এই দেশ ভ্রমণ রীতিমতো নজর কেড়েছে সকলের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: লাদাখে মাইনাস ৩০ ডিগ্রি, কাশ্মীরে মাইনাস ১৫ ডিগ্রি তাপমাত্রা নিয়ে সাইকেল চালিয়ে সারাদেশ তথা নেপাল ও ভুটান ঘুরে অবশেষে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে দেখা মিলল বাংলার এক যুবকের। গত এক বছর আগে সেভ ড্রাইভ সেভ লাইফ ও গাছ বাঁচানোর বার্তা ছড়িয়ে দিতে সাইকেল নিয়ে দেশ ভ্রমণের উদ্দেশে বেরিয়েছিলেন সুপ্রিয় দাস।
advertisement

এরপর একে একে ওড়িশা,  কর্ণাটক তামিলনাড়ু গোয়া-পাঞ্জাব হরিয়ানা হয়ে কাশ্মীর লাদাখ হিমাচলের মতো দুর্গম পথও পাড়ি দিয়েছেন বছর বাইশের যুবক সুপ্রিয়, সঙ্গী শুধু সাইকেল। মেদিনীপুর জেলার খেজুরিতে বাড়ি তার। সাইকেল নিয়েই বিশ্বের সবথেকে উঁচু রাস্তা খারদুংলা পাসে পৌছয় সে। যার উচ্চতা সমুদ্র তল থেকে প্রায় ১৮ হাজার ফুট উপরে। পাশাপাশি ভারতের প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানেও ভ্রমণ করে অবশেষে বাড়ির পথে সুপ্রিয়।

advertisement

আরও পড়ুন: এই জিনিস দিয়ে দাঁত মাজলেই বদলে যাবে যৌন জীবন! জানুন চিকিৎসকের মত! পুরুষরা সাবধান

সেভ ড্রাইভ সেফ লাইফ এবং গাছ বাঁচানোর বার্তা নিয়ে যুবকের এই দেশ ভ্রমণ রীতিমতো নজর কেড়েছে সকলের। তাই ঠাকুরনগর পি আর ঠাকুর গভর্নমেন্ট কলেজের তরফে তাকে বিশেষ সম্বর্ধনাও দেওয়া হয়। পাশাপাশি তার এই সুদীর্ঘ পথ সাইকেলে অতিক্রম করায় তাকে বহু জায়গায়, যেমন ঠাকুরনগর জামদানি রোডের “একটু বসুন” ক্যাফেতেও দাঁড় করিয়ে বিশেষ সম্মান জানানো হয়।

advertisement

View More

আরও পড়ুন: কাঁসার থালা-বাটিতে এই সব খাবার খাচ্ছেন? বিষাক্ত হয়ে যাচ্ছে না তো? চরম সর্বনাশ ঘটে যাবে! জানুন

যুবক জানান এবার কলকাতা হয়ে বাড়ি ফিরবেন। সেভ ড্রাইভ সেফ লাইফ ও গাছ বাঁচানোর বার্তা ছড়িয়ে দিতে সাইকেলে যুবকের এই দেশ ভ্রমণ বহু মানুষকে মানসিক ভাবে এগিয়ে যেতে, পরিবেশ রক্ষার ক্ষেত্রেও অনেকটা সাহায্য করবে বলেই মত পথ চলতি সাধারণ মানুষের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বানাবার ঝক্কি শেষ, নাড়ু এবার মিলছে বাজারেই! ১০ পিস নারকেল নাড়ুর দাম কত জানেন?
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sadak Suraksha Abhiyan: সাইকেল নিয়েই দেশ ভ্রমণ যুবকের! লাদাখ থেকে ভুটান, ওড়িশা! দিলেন বিশেষ সুরক্ষা-বার্তা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল