TRENDING:

North 24 Parganas News: ডাকাতির উদ্দেশে এলাকায় ঘোরাঘুরি! গোপন সূত্রে খবর পেয়ে হানা দিল পুলিশ, হাতেনাতে ২ ডাকাত গ্রেফতার

Last Updated:

North 24 Parganas News: জানা যাচ্ছে, মেটিয়াখালি এলাকায় বেশ কয়েকজনকে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখা যায়। শুক্রবার রাতে গোপন সূত্রে এমন খবর আসে। সেই খবর পাওয়া মাত্রই ওই এলাকায় হাজির হয় ন্যাজাট থানার পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ন্যাজাট, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলমঃ ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন দুই ডাকাত। তাঁদের গ্রেফতার করল ন্যাজাট থানার পুলিশ। ন্যাজাট থানার অন্তর্গত মেটিয়াখালি এলাকায় ঘটনাটি ঘটেছে।
ন্যাজাট থানা
ন্যাজাট থানা
advertisement

জানা যাচ্ছে, মেটিয়াখালি এলাকায় বেশ কয়েকজনকে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখা যায়। শুক্রবার রাতে গোপন সূত্রে এমন খবর আসে। সেই খবর পাওয়া মাত্রই ওই এলাকায় হাজির হয় ন্যাজাট থানার পুলিশ। সেখানে থাকা বেশ কয়েকজনের মধ্যে দুইজনকে আটক করেন তাঁরা। বাকিরা পুলিশকে দেখে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ অশোকনগরের বুকে বিশালাকার রান্নাঘর! ‘মায়ের হেঁসেলে’ নারীদের দেওয়া হল বিশেষ সম্মান, মুগ্ধ সকলে

advertisement

তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে, তাঁরা ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছিলেন। সঙ্গে সঙ্গে পুলিশ দু’জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পালিয়ে যাওয়া বাকি ব্যক্তিদের খোঁজে তল্লাশি শুরু করেছে ন্যাজাট থানার পুলিশ।

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনের টোটোওয়ালা লক্ষ্মী! যিনি বদলে দিচ্ছেন গ্রামের খাদ্যাভ্যাস! জানেন গল্প?
আরও দেখুন

গোপন সূত্রে খবর পেয়ে মাঝেমধ্যেই নানা অভিযান করে পুলিশ। গতকাল রাতেও মেটিয়াখালি এলাকায় বেশ কয়েকজনের ইতস্তত ঘোরাঘুরি করার খবর পান উর্দিধারীরা। সেই খবর আসা মাত্রই সেখানে হাজির হয় ন্যাজাট থানার পুলিশ। তাঁদের দেখে বেশ কয়েকজন পালিয়ে গেলেও দু’জনকে আটক করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে, তাঁরা ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছিলেন। ইতিমধ্যেই পালিয়ে যাওয়া বাকি ব্যক্তিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ডাকাতির উদ্দেশে এলাকায় ঘোরাঘুরি! গোপন সূত্রে খবর পেয়ে হানা দিল পুলিশ, হাতেনাতে ২ ডাকাত গ্রেফতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল