জানা যাচ্ছে, মেটিয়াখালি এলাকায় বেশ কয়েকজনকে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখা যায়। শুক্রবার রাতে গোপন সূত্রে এমন খবর আসে। সেই খবর পাওয়া মাত্রই ওই এলাকায় হাজির হয় ন্যাজাট থানার পুলিশ। সেখানে থাকা বেশ কয়েকজনের মধ্যে দুইজনকে আটক করেন তাঁরা। বাকিরা পুলিশকে দেখে পালিয়ে যায়।
আরও পড়ুনঃ অশোকনগরের বুকে বিশালাকার রান্নাঘর! ‘মায়ের হেঁসেলে’ নারীদের দেওয়া হল বিশেষ সম্মান, মুগ্ধ সকলে
advertisement
তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে, তাঁরা ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছিলেন। সঙ্গে সঙ্গে পুলিশ দু’জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পালিয়ে যাওয়া বাকি ব্যক্তিদের খোঁজে তল্লাশি শুরু করেছে ন্যাজাট থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে মাঝেমধ্যেই নানা অভিযান করে পুলিশ। গতকাল রাতেও মেটিয়াখালি এলাকায় বেশ কয়েকজনের ইতস্তত ঘোরাঘুরি করার খবর পান উর্দিধারীরা। সেই খবর আসা মাত্রই সেখানে হাজির হয় ন্যাজাট থানার পুলিশ। তাঁদের দেখে বেশ কয়েকজন পালিয়ে গেলেও দু’জনকে আটক করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে, তাঁরা ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছিলেন। ইতিমধ্যেই পালিয়ে যাওয়া বাকি ব্যক্তিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
