মাটিয়া থানার ঘোড়ারাস কুলীনগ্রাম গ্রাম পঞ্চায়েতের ঘোড়ারাস এলাকা থেকে এই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ডাকিতের উদ্দেশে তাঁরা জড়ো হয়েছিলেন, এমনটাই পুলিশ সূত্রে খবর। গোপন সূত্রে এই বিষয়ে খবর পেয়ে হানা দিয়ে ৫ দুষ্কৃতীকে পাকড়াও করেন তাঁরা।
আরও পড়ুনঃ হাওড়ায় জমাটি ফুটবল ম্যাচ! ভারতের যুব দলকে হারিয়ে বিজয়ী গ্রামের টিম, আনন্দে আত্মহারা গঙ্গাধরপুরবাসী
advertisement
এই ৫ জনের কাছ থেকে উদ্ধার হয়েছে আড়াই লক্ষ টাকা নগদ। সেই সঙ্গেই রড, দাঁ, ভোজালি সহ বেশ কিছু ধারালো অস্ত্রও পাওয়া গিয়েছে। এছাড়া উদ্ধার হয়েছে ডাকাতির একাধিক সরঞ্জাম।
বিগত কয়েকদিনে রাজ্যের নানা জেলায় ডাকাতির উদ্দেশে জড়ো হওয়া দুষ্কৃতীদের ধরেছে পুলিশ। কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুর এবং হুগলিতে কয়েকজনকে পাকড়াও করেন উর্দিধারীরা। এবার মাটিয়া থেকে ধরা পড়লেন ৫ জন। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালাতেই মেলে সাফল্য। ধৃতদের কাছ থেকে আড়াই লক্ষ টাকা নগদ, বেশ কিছু ধারালো অস্ত্র সহ ডাকাতির একাধিক সরঞ্জাম উদ্ধার হয়েছে।
