TRENDING:

North 24 Parganas News: ডাকাতির উদ্দেশে দুষ্কৃতীদের জমায়েত! গোপন সূত্রে খবর পেয়ে হানা দিল পুলিশ, নগদ-ধারালো অস্ত্র সহ পাকড়াও ৫

Last Updated:

North 24 Parganas News: বিগত কয়েকদিনে রাজ্যের নানা জেলায় ডাকাতির উদ্দেশে জড়ো হওয়া দুষ্কৃতীদের ধরেছে পুলিশ। কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুর এবং হুগলিতে কয়েকজনকে পাকড়াও করেন উর্দিধারীরা। এবার মাটিয়া থেকে ধরা পড়লেন ৫ জন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাটিয়া, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলমঃ ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছিলেন ৫ জন দুষ্কৃতী। কিন্তু শেষ পর্যন্ত সেই উদ্দেশ্য সফল হল না। তার আগেই পুলিশের জালে ধরা পড়লেন তাঁরা। উত্তর ২৪ পরগনা জেলার মাটিয়ায় ঘটনাটি ঘটেছে।
মাটিয়া থানা
মাটিয়া থানা
advertisement

মাটিয়া থানার ঘোড়ারাস কুলীনগ্রাম গ্রাম পঞ্চায়েতের ঘোড়ারাস এলাকা থেকে এই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ডাকিতের উদ্দেশে তাঁরা জড়ো হয়েছিলেন, এমনটাই পুলিশ সূত্রে খবর। গোপন সূত্রে এই বিষয়ে খবর পেয়ে হানা দিয়ে ৫ দুষ্কৃতীকে পাকড়াও করেন তাঁরা।

আরও পড়ুনঃ হাওড়ায় জমাটি ফুটবল ম্যাচ! ভারতের যুব দলকে হারিয়ে বিজয়ী গ্রামের টিম, আনন্দে আত্মহারা গঙ্গাধরপুরবাসী

advertisement

এই ৫ জনের কাছ থেকে উদ্ধার হয়েছে আড়াই লক্ষ টাকা নগদ। সেই সঙ্গেই রড, দাঁ, ভোজালি সহ বেশ কিছু ধারালো অস্ত্রও পাওয়া গিয়েছে। এছাড়া উদ্ধার হয়েছে ডাকাতির একাধিক সরঞ্জাম।

সেরা ভিডিও

আরও দেখুন
৪০০- ১৭ হাজার টাকা, কেমন মাদুর কিনতে চান, কনকপুরের মাদুর দেখে চমকে যাবেন আপনিও
আরও দেখুন

বিগত কয়েকদিনে রাজ্যের নানা জেলায় ডাকাতির উদ্দেশে জড়ো হওয়া দুষ্কৃতীদের ধরেছে পুলিশ। কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুর এবং হুগলিতে কয়েকজনকে পাকড়াও করেন উর্দিধারীরা। এবার মাটিয়া থেকে ধরা পড়লেন ৫ জন। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালাতেই মেলে সাফল্য। ধৃতদের কাছ থেকে আড়াই লক্ষ টাকা নগদ, বেশ কিছু ধারালো অস্ত্র সহ ডাকাতির একাধিক সরঞ্জাম উদ্ধার হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ডাকাতির উদ্দেশে দুষ্কৃতীদের জমায়েত! গোপন সূত্রে খবর পেয়ে হানা দিল পুলিশ, নগদ-ধারালো অস্ত্র সহ পাকড়াও ৫
Open in App
হোম
খবর
ফটো
লোকাল