আদিত্য মোহন্তীর মায়ের অভিযোগ, রাতের বেলা কাজ থেকে বাড়ি ফিরছিল আদিত্য, সেই সময় মাকে ফোন করে বলে গেট খুলে রাখার জন্য, নিজের এলাকা ২৫ নম্বর ওয়ার্ড অঞ্চলে ঢোকামাত্রই শুরু হয় আদিত্যের উপর দুষ্কৃতি হামলা, বাইক থেকে নামিয়ে আদিত্যকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা, ইট দিয়ে মাথায় ক্রমাগত আঘাত করতে থাকে দুষ্কৃতীরা, তারপর মাথা নর্দমার ভেতর ঢুকিয়ে দিয়ে সেই মাথার উপর পা দিয়ে দাঁড়িয়ে পড়ে দুষ্কৃতীরা।
advertisement
আরও পড়ুন: রাত বাড়লেই তর্জন গর্জন, ঘুম উড়ছে ২০০০ মানুষের! হাজার চেষ্টাতেও বাগে আসছে না দক্ষিণরায়! কোথায় জানুন
এমনই নৃশংস দৃশ্যর সাক্ষী থাকে আদিত্যের মা, এরপর দৌড়ে গিয়ে ছেলেকে বাঁচাবার চেষ্টা করে চিৎকার করে আদিত্যের মা, তারপরই দুষ্কৃতীরা ওখান থেকে চম্পট দেয় বলে অভিযোগ। গোটা ঘটনায় গুরুতর জখম অবস্থায় আদিত্যকে নিয়ে যাওয়া হয় উত্তর ২৪ পরগনার কামারহাটি সাগর দত্ত হাসপাতালে। মাথায় গুরুতর আঘাত নিয়ে আদিত্য চিকিৎসাধীন কামারহাটির সাগর দত্ত হাসপাতালে।
এলাকাবাসীর অভিযোগ, এই দুষ্কৃতীরা এই অঞ্চলে দাঁড়িয়ে মদ্যপান থেকে শুরু করে, গালিগালাজ করতে থাকে, পুজো আসলেই চলে চাঁদা আর জুলুমবাজি, দীর্ঘদিন ধরে প্রতিবাদ করেও কোনও সুফল হয়নি, আর এই প্রতিবাদীদের মধ্যেই একজন ছিল আদিত্য, যে কারণে তার উপর এই হামলা। সৌরভ, সায়ন , ওম, অগ্নিভোগ , দেবপ্রিয়, তন্ময়, আদিত্যকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর ও এলাকায় দুষকর্মের জন্য জড়িয়ে রয়েছে বলে অভিযোগ আদিত্যর মা ও এলাকাবাসীর। গোটা ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ।