TRENDING:

চলে যাবেন স্কুলের একমাত্র শিক্ষিকা, তারপর...! স্কুল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় অভিভাবকরা, কোথায় জানুন

Last Updated:

শিক্ষিকার কিছুদিন পরেই অবসর, যে শিক্ষিকার অবসর, তিনি আবার স্কুলের একমাত্র শিক্ষিকা। স্বাভাবিকভাবেই এখন ওই একমাত্র শিক্ষিকার অবসর ঘিরে শুরু হয়েছে আশঙ্কা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগনা, অনুপম সাহা: শিক্ষিকার কিছুদিন পরেই অবসর, যে শিক্ষিকার অবসর, তিনি আবার স্কুলের একমাত্র শিক্ষিকা। স্বাভাবিকভাবেই এখন ওই একমাত্র শিক্ষিকার অবসর ঘিরে শুরু হয়েছে আশঙ্কা, আশঙ্কা তাঁর অবসরের পরই কী তাহলে স্কুল বন্ধ হয়ে যাবে? এমনই আশঙ্কায় ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা।
হিঙ্গলগঞ্জের স্কুল
হিঙ্গলগঞ্জের স্কুল
advertisement

হিঙ্গলগঞ্জের ২০ নম্বর নিত্যানন্দ এসএসকে স্কুলে এমন আশঙ্কার কালো মেঘ দেখা দিয়েছে। স্কুলটি অবস্থিত উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের ২০ নম্বর মামুদপুর এলাকায়। এই স্কুলটি ২০০৩ সালে স্থাপিত হয়েছিল, যার পুরো নাম ২০ নম্বর নিত্যানন্দ এসএসকে স্কুল। একসময় এই স্কুলে তিনজন শিক্ষক-শিক্ষিকা ছিলেন এবং ছিল প্রচুর ছাত্র-ছাত্রী। এরপর একজন শিক্ষিকার বদলি হয়ে যায়। তার কয়েক বছর পর অর্থাৎ এ বছরের এপ্রিল মাসে আর একজন শিক্ষিকার পথ দুর্ঘটনায় মৃত্যু হয়। বাকি থাকে একজন। সেই একজন শিক্ষিকাই স্কুলের পঠন-পাঠন চালিয়ে যাচ্ছিলেন।

advertisement

আরও পড়ুন: রোদ ঝলমলে দিন, না তুমুল বৃষ্টি! কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? দেখে নিন ১১ জেলার হালহকিকত

উত্তর ২৪ পরগনার এই স্কুলে চতুর্থ শ্রেণী পর্যন্ত ক্লাস হয়। ছাত্র-ছাত্রীর সংখ্যা শিক্ষকের অভাবে কমতে কমতে এখন ৩৫ থেকে ৪০ এ এসে দাঁড়িয়েছে।

কিন্তু এই স্কুল বন্ধ হয়ে গেলে এখন যারা এই স্কুলে পড়ে সেই সব ছাত্র-ছাত্রীরা পড়বে মহাবিপদে। কারণ এই স্কুল বন্ধ হলে ছাত্র-ছাত্রীদের অন্য স্কুলে যেতে হলে তা হবে তিন থেকে চার কিলোমিটার দূরে, যা বাচ্চাদের পক্ষে খুবই কষ্টদায়ক।

advertisement

আরও পড়ুন: দূর্ঘটনার কবলে রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের গাড়ি! গাড়িতে ছিলেন…! ব্যাপক চাঞ্চল্য এলাকায়

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

স্কুলের শেষ সম্বল যে শিক্ষিকা তাঁর ২০২৬ সালের জানুয়ারি মাসে ৩১ তারিখে অবসর। এই শিক্ষিকা অবসর নিলে এই স্কুলে আর কোনও শিক্ষিকা থাকবেন না। ফলে বন্ধ হয়ে যাবে স্কুল, এমনই আশঙ্কা সবার। সমস্যায় পড়বে ছাত্রছাত্রীরা এবং ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা। তাই স্কুলের শিক্ষিকা সহ অভিভাবকদের দাবি অবিলম্বে এই স্কুলে শিক্ষক কিংবা শিক্ষিকা নিয়োগ করা হোক। যাতে স্কুল বন্ধ না হয়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চলে যাবেন স্কুলের একমাত্র শিক্ষিকা, তারপর...! স্কুল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় অভিভাবকরা, কোথায় জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল