মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে করতে এদিন বাজারে বাজারে ঘোরেন ব্লক আধিকারিক। সঙ্গে ছিল পুলিশও। বাজারের সবজি, মাছ, মাংস, ডিম সহ বিভিন্ন দোকানে গিয়ে পরিদর্শন করেন তাঁরা। পাশাপাশি ক্রেতাদের থেকে সঠিক দাম নেওয়া হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখেন। এদিন কঠোরভাবে দাম নিয়ন্ত্রণে রাখার বার্তা দেওয়া হয়।
আরও পড়ুনঃ শালুক ফুলে জীবিকার আলো! মহিলাদের স্বনির্ভরতা! সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে আয়ের নতুন দিশা
advertisement
আজ হিঙ্গলগঞ্জের হিঙ্গলগঞ্জ বাজার সহ বিভিন্ন জায়গায় ব্লক আধিকারিক দেবদাস গাঙ্গুলী ও হিঙ্গলগঞ্জ থানার পুলিশ উপস্থিত হয়। তাঁরা বিভিন্ন দোকানে যান এবং ক্রেতা-বিক্রেতা উভয়পক্ষের সঙ্গেই কথা বলেন। সেই সঙ্গেই বিক্রেতাদের কঠোরভাবে দাম নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেওয়া হয়।
প্রসঙ্গত, সাধারণ মানুষের মুখে প্রায়ই সবজি, মাছ, মাংসের দাম বৃদ্ধির কথা শোনা যায়। মূল্যবৃদ্ধি নিয়ে উষ্মাও প্রকাশ করেন অনেকে। এবার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বাজারে বাজারে ঘুরলেন ব্লক আধিকারিক ও পুলিশ। ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি কঠোরভাবে দাম নিয়ন্ত্রণে রাখার বার্তাও দেওয়া হয়।
