Mpney Making Tips: শালুক ফুলে জীবিকার আলো! মহিলাদের স্বনির্ভরতা! সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে আয়ের নতুন দিশা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
পতিত জলাজমিতে জন্মানো শালুক ফুল আজ গ্রামবাসীর আয়ের বড় ভরসা। শুকিয়ে বিক্রি হচ্ছে ঔষধি কাজে, বাড়ছে মহিলা ও বয়স্কদের কর্মসংস্থান, বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতি।
মিনাখাঁ, উত্তর ২৪ পরগণা: শালুক ফুলে জীবিকার আলো — আয়ের নতুন দিশা সুন্দরবনের গ্রামাঞ্চলে। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের জীবনে এখন নতুন আশার আলো জ্বেলেছে শালুক ফুল। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখার তিউরিয়া জয়কৃষ্ণপুর এলাকার বিস্তীর্ণ পতিত জলা জমিতে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে এই ফুল। আগে যেসব জমি অকেজো পড়ে থাকত, এখন সেই জমিই গ্রামবাসীর জীবিকার প্রধান উৎস হয়ে উঠছে।
প্রতিদিন সকাল থেকেই গ্রামের মানুষ ঝাঁপি হাতে নেমে পড়েন জলাজমিতে শালুক ফুল তুলতে। প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ কেজি পর্যন্ত ফুল সংগ্রহ করা যায়। এরপর সেগুলো রোদে শুকিয়ে বিক্রির জন্য প্রস্তুত করা হয়। শুকনো শালুক ফুল স্থানীয় ব্যবসায়ীরা ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে কিনে নিয়ে যান।
আরও পড়ুন: নিউটাউনে শুরু ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার! ৫০০টিরও বেশি দেশ-বিদেশের স্টল, কত দিন চলবে মেলা?
গ্রামবাসীর কথায়, “আগে এই জলাজমি শুধু নষ্ট ঘাসে ভরত, এখন এই শালুক ফুলই আমাদের আয়ের ভরসা।” বর্তমানে এই ফুল বিক্রি করে অনেক পরিবারই সংসারের খরচ চালাতে পারছেন স্বাচ্ছন্দ্যে। শুধু তাই নয়, এই ফুল তুলতে বিশেষ পরিশ্রমেরও প্রয়োজন হয় না, ফলে মহিলা ও বয়স্করাও সমানভাবে এই কাজে যুক্ত হচ্ছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: রামধনুর রঙের সুমিষ্ট এই আখ! দাঁত দিয়ে ছুলতে হবে না, হাতেই খুলে যায় খোসা! কোথায় পাবেন?
স্থানীয় সূত্রে জানা গেছে, শুকনো শালুক ফুল ব্যবসায়ীরা শহরে পাঠান, যেখানে তা থেকে তৈরি হয় বিভিন্ন ঔষধি সামগ্রী। ফলে এই ফুল শুধু গ্রামের মানুষকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করছে না, বরং শিল্পক্ষেত্রেও রাখছে অবদান। অনেক উদ্যোক্তা এখন এই ফুলের চাষ ও সংগ্রহকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনাও করছেন। গ্রামীণ অর্থনীতিতে নতুন প্রাণসঞ্চার করেছে এই শালুক ফুল। প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া এই ফুল এখন হয়ে উঠেছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষের জীবিকার অন্যতম অবলম্বন। গ্রামের তরুণ প্রজন্মও এখন এই ফুলের সম্ভাবনাকে ঘিরে নতুন ভাবনায় এগিয়ে আসছে, যা ভবিষ্যতে গ্রামীণ উন্নয়নের নতুন অধ্যায় রচনা করতে পারে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
October 27, 2025 9:28 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Mpney Making Tips: শালুক ফুলে জীবিকার আলো! মহিলাদের স্বনির্ভরতা! সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে আয়ের নতুন দিশা
