এই শিবিরে প্রায় শতাধিক পরিবহন শ্রমিককে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। রক্তে সুগার ও রক্তচাপ পরীক্ষার পাশাপাশি বিশেষ গুরুত্ব দেওয়া হয় চক্ষু পরীক্ষার ওপর। আধিকারিকদের মতে, গাড়ি চালানোর সময় চালকদের চোখের ওপরেই পড়ে সর্বাধিক চাপ। তাই চোখ সুস্থ না থাকলে ঘটে যেতে পারে বিপদ। আর সেই কারণেই এই চক্ষু পরীক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: সেতু তো নয়, যেন…! ঠুনকো এই বাঁশের সেতু দিয়েই পারাপার করতে হয় ছেলেবুড়োদের! জেনেও চুপ প্রশাসন
উত্তর ২৪ পরগনা জেলা ট্রাফিক ডিএসপি সুব্রত কুমার বারিক জানিয়েছেন, “শুধু আইন প্রয়োগ করলেই চলবে না, দুর্ঘটনা রুখতে সচেতনতা ও স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজন রয়েছে। তাই আমরা চালকদের শারীরিক দিকটাও দেখার দায়িত্ব নিয়েছি।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন পরিবহন দফতরের একাধিক আধিকারিক, চিকিৎসক ও পুলিশকর্মীরা। সবার মিলিত প্রচেষ্টায় সুন্দরভাবে শিবিরটি সম্পন্ন হয়। বিনামূল্যে এই পরিষেবা পেয়ে খুশি চালকরাও। অনেকেই ধন্যবাদ জানান ট্রাফিক বিভাগকে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে এমন স্বাস্থ্য শিবির আরও আয়োজন করা হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। প্রশাসনের আশা, এর মাধ্যমে পরিবহন শ্রমিকরা যেমন সচেতন হবেন, তেমনই কমবে পথ দুর্ঘটনার সম্ভাবনাও।
জুলফিকার মোল্যা