TRENDING:

North 24 Parganas: সবাইকে কাঁদিয়ে চলে গেল 'ফ্লোরা', প্রিয় বিড়ালছানার মৃত্যুতে অভিযোগ দায়ের থানায়

Last Updated:

পরিবারের সদস্যদের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই অকালে প্রাণ হারিয়েছে প্রিয় ফ্লোরা। ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের হয়েছে হাবড়া থানায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: নেই ফ্লোরা, তার মৃত্যুতে শোকের ছায়া হাবড়ায়। নয় মাসের ছোট্ট বিড়াল ফ্লোরা। হাবরার প্রফুল্লনগর এলাকার মুখোপাধ্যায় পরিবার কিছুতেই মেনে নিতে পারছে না এই অকাল মৃত্যু। পরিবারের সদস্যদের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই অকালে প্রাণ হারিয়েছে প্রিয় ফ্লোরা। ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের হয়েছে হাবড়া থানায়।
advertisement

পরিবারের সদস্য আরিয়ান মুখোপাধ্যায় চোখে জল নিয়ে জানালেন, ” নিজের মেয়ের মতো ভালোবাসতাম ওকে। আজ ঘর শুনশান হয়ে গেল। বাড়ির ছোট্ট সদস্য ফ্লোরা ছিল সবার আদরের। সকাল থেকে রাত তার দুষ্টুমি, খেলা, ভালোবাসায় কাটত মুখোপাধ্যায় পরিবারের দিন।” পরিবার সূত্রে জানা যায়, হাবড়ার হিজলপুকুর এলাকার একটি বেসরকারি পশু চিকিৎসালয়ে ফ্লোরার একটি ছোট অপারেশন হয়। অপারেশনের পর পরিবারের আশা ছিল, দ্রুত সুস্থ হয়ে উঠবর ফ্লোরা। কিন্তু তিন দিনের মধ্যেই ফ্লোরার শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে শুরু করে। পরবর্তীতে বাড়িতেই স্যালাইন ও ওষুধ চালু থাকলেও অবস্থার কোনও উন্নতি হয়নি।

advertisement

পরিবারের অভিযোগ, চিকিৎসক ও ক্লিনিকের পক্ষ থেকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি বরং প্রশ্ন করলে অমানবিক আচরণ করা হয় তাদের সঙ্গে। শেষ পর্যন্ত আর লড়তে পারে না একরত্তি বিড়ালছানা। মুখোপাধ্যায় পরিবার তাকে বাড়ির এক কোণে ভালোবাসায় শেষ বিদায় জানায়। ফ্লোরার স্মৃতিতে আয়োজন করা হয় বিদায় অনুষ্ঠান। পরিবারের সদস্য আরিয়ান মুখোপাধ্যায়ের কথায়, ” আমরা চাই আর কোনও পরিবার যেন চিকিৎসার গাফিলতিতে তাদের পোষ্যকে না হারায়। ফ্লোরা আমাদের কাঁদিয়ে চলে গেল, ওর জন্য সুবিচার চাই।” এই ঘটনার পর পশুচিকিৎসালয়ের  ভূমিকা নিয়েই উঠছে প্রশ্ন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দিনের আলোতেই দুঃসাহসিক ঘটনা! বিঘার পর বিঘা ধান লুঠ, কেঁদে কূলকিনারা পাচ্ছেন না চাষিরা
আরও দেখুন

Rudra Narayan Roy 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas: সবাইকে কাঁদিয়ে চলে গেল 'ফ্লোরা', প্রিয় বিড়ালছানার মৃত্যুতে অভিযোগ দায়ের থানায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল