বিশ্বকর্মা পুজো উপলক্ষে এলাহি আয়োজন করা হয়েছে। দমকলের বিভিন্ন যানবাহন ফুলের মালা দিয়ে সাজিয়ে নিষ্ঠা সহকারে বিশ্বকর্মার আরাধনা করা হয় এখানে। পাশাপাশি প্রতিবছরের মতো এ বছরও ধুমধাম করে অনুষ্ঠিত হচ্ছে বারাসাত মৎস্য আড়ত নৈশ শ্রমিক ইউনিয়নের বিশ্বকর্মা পুজো। এবার তাদের ৩৫ বছরে পদার্পণ করল এই পুজো।
আরও পড়ুন: ৬৮ বছরে প্রথম পার্কিং জোন পেল আলিপুরদুয়ার শহর! জানুন কত পড়বে সাইকেল, মোটরবাইক, গাড়ি রাখার খরচ?
advertisement
পুজো উপলক্ষে ইউনিয়নের সমস্ত সদস্যরা জাতি-ধর্ম নির্বিশেষে মিলিতভাবে অংশ নেন। ভক্তি ও আনন্দের মধ্যে দিয়ে চলে দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা। একই আবহ দেখা গেল বারাসাত থানাতেও। পুলিশ কর্মী ও থানার দায়িত্বপ্রাপ্ত গাড়ি চালকদের উদ্যোগে আয়োজিত হয় শিল্পের দেবতার পুজো। এবার ২৮ বছরে পদার্পণ করল এই পুজো।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ কর্মীদের পাশাপাশি থানার যানচালক ভাইয়েরাও একত্রিত হয়ে এই পুজো করে থাকেন। শুধু বারাসাত নয়, জেলার বিভিন্ন কলকারখানাতেও দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় মেতে ওঠেন শ্রমিক-কর্মচারীরা। সর্বত্রই ছিল উৎসবের মেজাজ।






