TRENDING:

খুদে কোলে আশাকর্মীর বাড়িতে ঢুকে পড়ল ২ মহিলা, তারপর যা ঘটল! বিশ্বাস করতে পারছেন না কেউ, চাঞ্চল্য এলাকায়

Last Updated:

খুদে শিশুদের কোলে নিয়ে বাড়িতে হানা মহিলাদের। লুঠ টাকা, পয়সা, গয়না। ওই মহিলারা এমন ঘটনা ঘটানোর জন্য তাক করে বসে থাকতেন। কারও বাড়ি ফাঁকা দেখলেই সেখানে হানা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দেগঙ্গা, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলম: খুদে শিশুদের কোলে নিয়ে বাড়িতে হানা মহিলাদের। লুঠ টাকা, পয়সা, গয়না। ওই মহিলারা এমন ঘটনা ঘটানোর জন্য তাক করে বসে থাকতেন। কারও বাড়ি ফাঁকা দেখলেই সেখানে হানা। ঠিক এই রকমই এক ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার দেগঙ্গা। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
দেগঙ্গা পুলিশের হাতে ধরা পড়ল মহিলা চোর
দেগঙ্গা পুলিশের হাতে ধরা পড়ল মহিলা চোর
advertisement

চাঞ্চল্য ছড়ানো এমন ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। এদিন সাতসকালে মহিলাদের হানা দিয়ে চুরির ঘটনা ঘটে দেগঙ্গার এক আশা কর্মীর বাড়িতে। ফাঁকা বাড়িতে রুপোর গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দেগঙ্গা ব্লকের সোহাই কুমারপুর গ্রামের এমন ঘটনায় বাসিন্দারা অবাক হওয়ার পাশাপাশি এলাকায় চাঞ্চল্য ছড়ায়। যদিও চুরি করা সামগ্রী সাবাড় করতে পারেনি দুষ্কৃতীরা। পাশের গাঙাআটি গ্রামে ফের চুরি করতে গিয়ে ধরা পড়ে দুই মহিলা চোর। স্থানীয় বাসিন্দারা তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছে। ধৃতদের কাছ থেকে রুপোর গয়না ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।

advertisement

আরও পড়ুন: দেওয়াল জুড়ে রয়েছে শুধুই ইতিহাসের গন্ধ, বিপ্লবী ক্ষুদিরাম বসুর বেড়ে ওঠা ‘এই’ বাড়িতেই! জানুন কোথায় রয়েছে সেই বাড়ি

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার দেগঙ্গার গাংআটি গ্রামে একটি বাড়িতে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে দুই বাঞ্জারা মহিলা। তাদের কোলে ছিল ছোট ছোট শিশু। স্থানীয় বাসিন্দারা তাদেরকে ধরে আটকে রাখে। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই গ্রামবাসীরা জানতে পারেন পাশের সোহাই কুমারপুর গ্রামে সাবিনা বিবি নামে এক আশা কর্মীর বাড়িতে তালা ভেঙে গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।

advertisement

আরও পড়ুন: দিঘার রাস্তায় ঐতিহ্যবাহী কালী মন্দির, জড়িয়ে ২০০ বছরের পুরনো রোমহর্ষক কাহিনী! শুনলে গা ছমছম করে উঠবে গ্যারান্টি

সেরা ভিডিও

আরও দেখুন
প্রলয়ের মাঝেও টিকে রইল ভগবানের আশ্রয় — হোগলাপাতায় বিস্ময় দুই মন্দিরে
আরও দেখুন

আশা কর্মী সাবিনা বিবি এবং তার স্বামী কেউ বাড়িতে ছিলেন না। সেই সুযোগেই দুষ্কৃতীরা তালা ভেঙে বাড়িতে ঢুকে লুটপাট করে বলে অভিযোগ। চুরির এই ঘটনাটি জানাজানি হতেই ওই দুই মহিলাকে মারধর শুরু করে গ্রামবাসীরা। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খুদে কোলে আশাকর্মীর বাড়িতে ঢুকে পড়ল ২ মহিলা, তারপর যা ঘটল! বিশ্বাস করতে পারছেন না কেউ, চাঞ্চল্য এলাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল