চাঞ্চল্য ছড়ানো এমন ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। এদিন সাতসকালে মহিলাদের হানা দিয়ে চুরির ঘটনা ঘটে দেগঙ্গার এক আশা কর্মীর বাড়িতে। ফাঁকা বাড়িতে রুপোর গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দেগঙ্গা ব্লকের সোহাই কুমারপুর গ্রামের এমন ঘটনায় বাসিন্দারা অবাক হওয়ার পাশাপাশি এলাকায় চাঞ্চল্য ছড়ায়। যদিও চুরি করা সামগ্রী সাবাড় করতে পারেনি দুষ্কৃতীরা। পাশের গাঙাআটি গ্রামে ফের চুরি করতে গিয়ে ধরা পড়ে দুই মহিলা চোর। স্থানীয় বাসিন্দারা তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছে। ধৃতদের কাছ থেকে রুপোর গয়না ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার দেগঙ্গার গাংআটি গ্রামে একটি বাড়িতে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে দুই বাঞ্জারা মহিলা। তাদের কোলে ছিল ছোট ছোট শিশু। স্থানীয় বাসিন্দারা তাদেরকে ধরে আটকে রাখে। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই গ্রামবাসীরা জানতে পারেন পাশের সোহাই কুমারপুর গ্রামে সাবিনা বিবি নামে এক আশা কর্মীর বাড়িতে তালা ভেঙে গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।
আশা কর্মী সাবিনা বিবি এবং তার স্বামী কেউ বাড়িতে ছিলেন না। সেই সুযোগেই দুষ্কৃতীরা তালা ভেঙে বাড়িতে ঢুকে লুটপাট করে বলে অভিযোগ। চুরির এই ঘটনাটি জানাজানি হতেই ওই দুই মহিলাকে মারধর শুরু করে গ্রামবাসীরা। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।